ষ্টাফ রিপোর্টারঃ বগুড়ার শেরপুরে ৫২ তম জাতীয় সমবায় দিবস বিভিন্ন কর্মসূচি পালনের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে। ৪ নভেম্বর সকাল দশটায় উপজেলা পরিষদ চত্বরে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। এরপর একটি শোভাযাত্রা বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার সানজিদা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শেরপুর ধুনট আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব শাহ জামাল সিরাজী, সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক আলহাজ্ব মুন্সী সাইফুল বারী ডাবলু, সহকারী কমিশনার ভূমি এস এম রেজাউল করিম। বক্তব্য রাখেন বিশিষ্ট সমবায়ী পরিমল কুমার কুন্ডু , জিয়াউল হক, বদিউজ্জামান বাদশা প্রমুখ। সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুল জলিল। সভা পরিচালনা করেন বিশিষ্ট সমবায়ী রইচ উদ্দিন। শেষে বিভিন্ন বিষয়ে অবদানের জন্য সমবায়ীদের মধ্যে ক্রেস্ট প্রদান করা হয়।
Check Also
শেরপুরে সমবায় দলের পথসভা অনুষ্ঠিত
শেরপুর নিউজ ডেস্ক: একটি রাজনৈতিক দল বিএনপির বিরুদ্ধে মিথ্যাচার করছেন বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী …