শেরপুর নিউজ ডেস্ক: বঙ্গবন্ধুর ভাবনা, সংবিধানের বর্ণনা এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার শেরপুরে জাতীয় সংবিধান দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে শনিবার (৪ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার সানজিদা সুলতানার সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন শেরপুর ধুনট এলাকার জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ হাবিবর রহমান।
সহকারী কমিশনার ভূমি এস এম রেজাউল করিমের সঞ্চালনায় অনুষ্টিত সভায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব শাহজামাল সিরাজী, সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক আলহাজ্ব মুন্সী সাইফুল বারী ডাবলু, শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আজমগীর হোসেন প্রমুখ। সভায় শেরপুর উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।
Check Also
শেরপুরে সমবায় দলের পথসভা অনুষ্ঠিত
শেরপুর নিউজ ডেস্ক: একটি রাজনৈতিক দল বিএনপির বিরুদ্ধে মিথ্যাচার করছেন বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী …