শেরপুর নিউজ ডেস্ক: গানবাংলা টেলিভিশন ও টিএম নেটওয়ার্কের চেয়ারম্যান ফারজানা মুন্নীর ফেসবুক পোস্ট ঘিরে আজ শনিবার সকাল থেকেই নেটদুনিয়ায় চলছে নানা আলোচনা-সমালোচনা। পোস্টে দাবি করা হয়, নায়িকা শবনম বুবলী ও গানবাংলা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপস প্রেম করছেন! মুন্নী এমন পোস্ট মুহূর্তের মধ্যেই ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।
অবশেষে নীরবতা ভেঙে পোস্টটি নিয়ে কথা বললেন তাপসের স্ত্রী ফারজানা মুন্নী। তার কথায়, ‘আপনারা অনেকেই গত রাতে আমার প্রোফাইলে একটি স্ট্যাটাস দেখেছেন। আমার ফেসবুক হ্যাক করা হয়েছিল। প্রোফাইলের নিয়ন্ত্রণ ফিরে পেতে কিছুটা সময় লেগেছে। এখন সবকিছু ঠিক আছে, আমাকে নিয়ে আপনাদের উদ্বেগের জন্য ধন্যবাদ।’
এর আগে, মুন্নীর ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে এক পোস্টে লিখা হয়, ‘তাপস ও বুবলীর মধ্যে প্রেম চলছে। বুবলী আমার পরিবার ধ্বংস করছে, যেভাবে সে অপু বিশ্বাসের জীবন ধ্বংস করেছে। শাকিব খানকে ব্ল্যাকমেল করে প্রেগন্যান্ট হয়েছে। এখন তার টার্গেট তাপস। আমার কিছু হলে তাপস ও বুবলী দায়ী থাকবে।’
ফারজানা মুন্নীর ফেসবুক থেকে এমন পোস্ট দেওয়ার কিছুক্ষণ পরই তা সরিয়ে নেওয়া হয়। সেসময়ই মুন্নী দাবি করেন, তার ফেসবুক আইডিটি হ্যাক করে এমন স্ট্যাটাস দেওয়া হয়েছিল।