ধুনট (বগুড়া) প্রতিনিধি:বগুড়ার ধুনট উপজেলায় ফাঁকা রাস্তা থেকে কাঁধে তুলে কলাবাগানে নিয়ে গিয়ে স্কুলছাত্রীকে (১১) ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে এরশাদ আলী মন্ডল (৪৫) নামে এক কৃষকের বিরুদ্ধে।
এ ঘটনায় ভুক্তভোগী ওই স্কুলছাত্রীর দাদা বাদি হয়ে আজ রোববার (৫ নভেম্বর) সকালে এরশাদ আলীর বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছে। এরশাদ আলী উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের বিশ্বহরিগাছা গ্রামের বশা মন্ডলের ছেলে।
মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই স্কুলছাত্রী এরশাদ আলীর প্রতিবেশী এক কৃষকের মেয়ে। মেয়েটি স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। ওই স্কুলছাত্রী ১ নভেম্বর দুপুরের দিকে বিশ্বহরিগাছা গ্রামের প্রতিবেশী বুলি খাতুনের বাড়ি থেকে নিজের বাড়ির দিকে ফিরছিলেন। এসময় এরশাদ মন্ডল ফাঁকা রাস্তা থেকে কাঁধে করে তুলে নিয়ে পাশেই কলাবাগানের ভেতর নিয়ে মেয়েটিকে ধর্ষণের চেষ্টা করে। একপর্যায়ে স্কুলছাত্রীর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে এরশাদ মন্ডল ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ ঘটনার পর থেকে এরশাদ আলী মন্ডল পলাতক রয়েছে।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, অভিযোগটি মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে। মামলার আসামিকে গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।