শেরপুর নিউজ ডেস্ক: : বিএনপি-জামায়াতের ডাকা দ্বিতীয় দফার অবরোধের প্রথম দিনে রোববার (৫ নভেম্বর) বগুড়া শহরের ঢাকা-রংপুর মহাসড়কের অন্তত ৮টি গাড়ি ভাঙচুর করা হয়েছে। এসময় কয়েকটি ককটেল বিস্ফোরণ ও পুলিশের টিয়ার শেল নিক্ষেপের ঘটনাও ঘটে।
ঢাকা-রংপুর মহাসড়কে শহরের তেলিপুকুর, ছোট বেলাইল ও পুরানবগুড়া এলাকায় সকাল ৮টা থেকে সাড়ে ৮টার মধ্যে এই ঘটনা ঘটে। তবে ১০টার পর আবারও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে বলে জানা গেছে।
স্থানীয়রা জানায়, তেলিপুকুর, ছোট বেলাইল ও পুরানবগুড়া এলাকার মহাসড়কে অবরোধের সমর্থনে বিএনপি’র একাধিক নেতাকর্মীরা অবস্থান নেয়। সকাল ৮টার দিকে রংপুরের দিক থেকে আসা বেশ কয়েকটি গাড়ি পুলিশী পাহারায় ঢাকার দিকে যাচ্ছিল। এসময় অবরোধকারীরা মহাসড়কের ওপর এসে এলোপাথাড়ি হামলা চালিয়ে গাড়ি ভাঙচুর করে। হামলায় প্রায় ৮টি গাড়ি ভাঙচুর করা হয়। এর মধ্যে শিশুখাদ্য পরিবহনের গাড়ি, কাভার্ড ভ্যান ও ট্রাক ছিল। গাড়ি ভাঙচুর শেষে মহাসড়কের পাশের অলিগলির মধ্যে ঢুকে পড়ে অবরোধকারীরা। এসময় পুলিশকে লক্ষ্য করে কয়েকটি ককটেল বিষ্ফোরণ ঘটায় তারা। পুলিশ হামলাকারীদের ছত্রভঙ করতে টিয়ারশেল নিক্ষেপ করে। পরে পুলিশ পাহারায় মহাসড়কে যানবাহন চলাচল শুরু করে।