শেরপুর নিউজ ডেস্ক: এবারের বিশ্বকাপে সবচেয়ে জমজমাট এবং আকর্ষণীয় ম্যাচ হিসেবে ধরা হচ্ছিল ভারত এবং দক্ষিণ আফ্রিকার ম্যাচটিকে। বোলিংয়ে প্রতিযোগিতায় টিকে থাকলেও, ব্যাটিংয়ে বাজে পারফরম্যান্সের কারণে ভারতের কাছে ২৪৩ রানের বিশাল ব্যবধানে হেরেছে প্রোটিয়ারা। আট ম্যাচের প্রতিটিতে জয়ে এক ম্যাচ বাকি থাকতেই পয়েন্ট টেবিলের শীর্ষস্থান নিশ্চিত করে সেমিতে স্বাগতিকরা। রবিবার (৫ নভেম্বর) কলকাতার ইডেন গার্ডেন্সে ভারতের ৩২৭ রানের জবাবে খেলতে নেমে ২৭.১ওভারে ৮৩ রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকার ইনিংস। ভারতের হয়ে রবীন্দ্র জাদেজা ৫টি, মোহাম্মদ শামি ও কুলদীপ যাদব ২টি করে এবং মোহাম্মদ সিরাজ অপর উইকেটটি তুলে নেন। অপরাজিত ১০১ রান করায় ম্যাচসেরা নির্বাচিত হয়েছেন বিরাট কোহলি।
নিজের ৩৫ তম জন্মদিনে ওয়ানডে ক্যারিয়ারে ২৭৭ ইনিংস খেলে ৪৯ তম শতক হাঁকিয়ে সর্বকালের সেরা ব্যাটার শচিন টেন্ডুলকারের রেকর্ডের সাথে ভাগ বসিয়েছেন বিরাট কোহলি। সামনে সুযোগ থাকছে তার শচিনকে ছাড়িয়ে যাওয়ার। প্রথমে ব্যাট করতে নেমে বিরাট কোহলির সেঞ্চুরি এবং শ্রেয়াস আয়ারের ফিফটিতে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ৩২৬ রান সংগ্রহ করে ভারত। জবাবে ব্যাটিংয়ে নেমে ২৭.১ ওভারে ৮৩ রানেই গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকার ইনিংস। এবারের বিশ্বকাপে পরে ব্যাটিং করে মাত্র একটি ম্যাচ জিততে পেরেছে দক্ষিণ আফ্রিকা। পাকিস্তানের বিপক্ষে ১ উইকেটের সে জয় পেতে রীতিমত ধুঁকতে হয়েছিল তাদের। নেদারল্যান্ডসের বিপক্ষেও পরে ব্যাটিং করে ৩৮ রানে হারে প্রোটিয়ারা।
৩২৬ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় প্রোটিয়ারা। বিশ্বকাপে এখন পর্যন্ত চারটি সেঞ্চুরি পাওয়া কুইন্টন ডি কককে দুর্দান্ত এক ডেলিভারিতে বোল্ড আউট করেন মোহাম্মদ সিরাজ। তার ব্যাট থেকে আসে মাত্র ৫ রান। বরাবরের মতই শুরুতেই আউট হন প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমা। ডুসেন এবং মার্করামকে যথাক্রমে ১৩ এবং ৯ রানে ফেরান মোহাম্মদ শামি। বাভুমা, মিলার, ক্লাসেন এবং কেশব মহারাজকে বোল্ড করেন রবীন্দ্র জাদেজা। তারা কেউই বলার মত কোন রান পাননি। দলীয় ৭৯ রানে কুলদ্বীপের বলে জাদেজার হাতে ক্যাচ দিয়ে আউট হন জানসেন। বাকিদের বিদায়ের পর ৮৩ রানেই থামে তাদের ইনিংস।
টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে ওপেনিংয়ে অধিনায়ক রোহিত শর্মার ঝড়ো ইনিংসের উপর ভর করে দুর্দান্ত শুরু করে ভারত। প্রথম ২৭ বলেই দলীয় ৫০ রান তুলে ফেলে ভারত। যার মধ্যে ৩৪ রানই আসে রোহিত শর্মার ব্যাট থেকে। ৬ষ্ঠ ওভারে কেশব মহারাজের করা বলে ২৩ রানে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন অপর প্রান্তে থাকা ওপেনার শুভমান গিল। প্রথম ১০ ওভারে আসে ৯১ রান। দলীয় ৯৩ রানে রাবাদার বলে বাভুমার হাতে ক্যাচ দিয়ে ২৪ বলে ৪০ রান করে আউট হন রোহিত শর্মা।
এরপর ১৩৪ রানের জুটি গড়ে তোলেন বিরাট কোহলি এবং শ্রেয়াস আয়ার। দলীয় ২২৭ রানে ৭৭ রান করে এনগিডির বলে মার্করামের হাতে ক্যাচ আউট হন শ্রেয়াস। ৮ রান করে জানসেনের বলে প্যাভিলিয়নে ফেরেন লোকেশ রাহুল। তাব্রেজ শামসির বলে রিভার্সুইপ করতে গিয়ে ২২ রানে ডি ককেক হাতে তালুবন্দি হয়ে সাজঘরে ফেরেন সুর্যকুমার। পরিশেষে রবীন্দ্র জাদেজার ২৯ রানের ক্যামিওর উপর ভর করে ৩২৬ রানের সংগ্রহ পায় ভারত। দক্ষিণ আফ্রিকার হয়ে ১টি করে উইকেট নেন রাবাদা, শামসি, এনগিডি, জানসেন এবং মহারাজ ।