শেরপুর নিউজ ডেস্ক: বগুড়ার শেরপুরে বাঙালি নদীর বিনোদপুর এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় বালুদস্যুরা খননযন্ত্র ফেলে পালিয়ে গেলেও জব্দ করা হয় শ্যালো ইঞ্জিনচালিত অবৈধ খননযন্ত্র, একটি পাম্প ও খননের কাজে ব্যবহৃত প্লাস্টিকের পাইপ। এছাড়া ফসলি জমি বালু দিয়ে ভরাট করায় এক ব্যক্তিকে জরিমানাও করেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার (০৫নভেম্বর) বিকেলে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এসএম রেজাউল করিমের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, উপজেলার সুঘাট ইউনিয়নের বিনোদপুর এলাকায় বাঙালি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছিলেন গোলাম রুমানী ও নজরুল ইসলাম নামের দুই ব্যক্তি। এতে করে নদী তীরবর্তী ফসলি জমি ও বসতবাড়ি ধ্বসে যাওয়ার শঙ্কা দেখা দেয়। বিষয়টি নিয়ে একাধিক স্থানীয় ও জাতীয় পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। এরই প্রেক্ষিতে রোববার অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।
নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম রেজাউল করিম বলেন, ‘অপরিকল্পিতভাবে অনুমোদন ছাড়াই বালু উত্তোলন এবং সেই বালু দিয়ে ফসলি জমি ভরাট করায় গোলাম রুমানী নামে এক ব্যক্তিকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া অভিযানের বিষয়টি আঁচ করতে পেরে বালুদস্যু চক্রের মূলহোতা পালিয়ে যায়। তবে একটি ড্রেজার ও চল্লিশ ফুট প্লাস্টিকের পাইপ জব্দ করা হয়েছে। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলেও বলে জানান তিনি।’