শেরপুর নিউজ ডেস্ক: বিএনপি ও জামায়াতের ডাকা ৪৮ ঘন্টা অবরোধের ২য় দিনে বগুড়ায় একটি পানিবাহী ট্রাকে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
সোমবার (৬ নভেম্বর) বেলা ১১ টার দিকে শাজাহানপুর উপজেলার বেতগাড়ী এলাকার মহাসড়কে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে গাড়িটির সামনের অংশ পুড়ে যায়।
পরে পুলিশের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এই ঘটনায় কেউ আহত হয় নি বলে জানিয়েছে পুলিশ।
গাড়ির চালক হাফিজুর রহমান গাজী বলেন, ‘সিপিসিএল কোম্পানির গাড়িটি (ঢাকা মেট্রো-ড ১১-০৩৩৮) হাইওয়ে রাস্তায় পানি দেওয়ার কাজ করছিলো। আমরা গাড়িতে ৩-৪ ছিলাম। তখন প্রায় ২০ জন যুবক এসে আমাদের গাড়ি থেকে নামতে বলে। এরপর আমরা গাড়ি থেকে নামার পর তারা গাড়িতে কিছু একটা ছুড়ে দেয়। ফলে বিকট শব্দে গাড়িতে দাউদাউ করে আগুন জ্বলতে থাকে। অগ্নিসংযোগের ফলে গাড়ির সামনের অংশ পুড়ে যায়।’
শাজাহানপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম বলেন, পিকেটার দল একটি পানিবাহী ট্রাকে আগুন দিয়ে পালিয়ে যায়। পরে পুলিশের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।