শেরপুর নিউজ ডেস্ক: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩৩টি কেন্দ্রে ভোটের উপকরণ পৌঁছাতে হেলিকপ্টার চান নির্বাচন কমিশনের (ইসি) মাঠ কর্মকর্তারা। গতকাল ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
জানা গেছে, সম্প্রতি পার্বত্য তিন জেলা কর্মকর্তাদের কাছে কতটি কেন্দ্রের জন্য হেলিকপ্টার প্রয়োজন, তা জানতে চেয়ে চিঠি দেয় কমিশন। পরবর্তীতে ওইসব জেলা থেকে ৩৩টি কেন্দ্রের কথা বলা হয়। এক্ষেত্রে খাগড়াছড়ি জেলায় তিনটি, বান্দরবান জেলায় ১২টি এবং রাঙামাটি জেলায় ১৮টি ভোট কেন্দ্র; মোট ৩৩ কেন্দ্রের জন্য হেলিকপ্টারের প্রয়োজন বলে জানান তারা। এর আগেও পার্বত্য অঞ্চলের দুর্গম ভোট কেন্দ্রে যাতায়াত ও ভোটের উপকরণ পাঠাতে বিমান বাহিনীর হেলিকপ্টার ব্যবহার করেছে ইসি। এবারও তাই করা হবে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল চলতি মাসের প্রথমার্ধেই অর্থাৎ আগামী সপ্তাহে ঘোষণা করা হবে। আর ডিসেম্বরের শেষ থেকে জানুয়ারির প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ।
ডিসি-এসপিদের প্রশিক্ষণ ১০-১১ নভেম্বর : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারদের (এসপি) দ্বিতীয় ধাপের প্রশিক্ষণ কর্মসূচি আগামী শুক্রবার ও শনিবার ১০ ও ১১ নভেম্বর অনুষ্ঠিত হবে। নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটের (ইটিআই) মহাপরিচালক এস এম আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, স্থগিত কর্মসূচিটি আগামী ১০ ও ১১ নভেম্বর অনুষ্ঠিত হবে। এতে ৩২ জেলার ডিসি ও এসপি, বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনারসহ মোট ১১৪ জন প্রশিক্ষণার্থী অংশ নেবেন। এর আগে গত ২ ও ৩ নভেম্বর নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে দুই দিনের আবাসিক এ প্রশিক্ষণ হওয়ার কথা ছিল। বিএনপির কর্মসূচির কারণে সেটি স্থগিত করা হয়। তার আগে পূজার কারণে পেছানো হয়েছিল কর্মসূচিটি। গত ১৪ ও ১৫ অক্টোবর দেশের ৩২টি জেলার ডিসি, এসপি, চার বিভাগে বিভাগীয় কমিশনার ও মেট্রোপলিট্রন পুলিশ কমিশনারসহ মোট ১১৬ জন নিয়ে প্রথম ধাপের প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন হয়েছে।