শেরপুর নিউজ ডেস্ক: বগুড়ার শেরপুরে অবরোধের পক্ষে-বিপক্ষে বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ করেছেন বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। এসময় শহরজুড়ে উত্তেজনা দেখা দিলেও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সোমবার (০৬ নভেম্বর) সকাল থেকে দুপুরের মধ্যে শহরের স্থানীয় বাসস্ট্যান্ড এলাকায় এসব কর্মসূচি পালিত হয়।
খোঁজ নিয়ে জানা যায়, বিএনপি-জামায়াতের হত্যা-সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শান্তি সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছেন আওয়ামীলীগ ও যুবলীগের নেতাকর্মীরা। দলীয় কার্যালয় থেকে বের হওয়া মিছিলটি শহর প্রদক্ষিণ শেষে বাসস্ট্যান্ডস্থ দলীয় কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ¦ শাহজামাল সিরাজীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুলতান মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ¦ মুন্সী সাইফুল বারী ডাবলু, যুগ্ম সম্পাদক শাহাদত হোসেন, পৌর আওয়ামী লীগের সভাপতি সারোওয়ার রহমান মিন্টু, সাধারণ সম্পাদক গোলাম হোসেন, আ.লীগ নেতা রবিউল ইসলাম বাবু, বীর মুক্তিযোদ্ধা শাহাদত হোসেন, আয়নাল হক সরকার, উপজেলা কৃষক লীগের সভাপতি এমএ মালেক, উপজেলা সেচ্ছাসেবক লেিগর সভাপতি রেজাউল করিম সিপ্লব,সাধারন সম্পাদক নূরে আলম সানি,উপজেলা ছাত্র লীগের সভাপতি হুমায়ন কবির ড্যানি প্রমূখ বক্তব্য রাখেন। এছাড়া উপজেলা যুবলীগের উদ্যোগে সভাপতি তারিকুল ইসলাম তারেকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান ভুট্টোর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে ধুনট উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসিফ ইকবাল সনি, আ.লীগ নেতা বদরুল ইসলাম পোদ্দার ববি, যুবলীগ নেতা আবু বকর সিদ্দিক, আরিফুজ্জামান সরকার প্রমুখ বক্তব্য রাখেন। এর আগে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
অপরদিকে বিএনপির ডাকা ৪৮ঘন্টা অবরোধের দ্বিতীয় দিনে সকাল দশটার দিকে খন্দকারপাড়াস্থ দলীয় কার্যালয় থেকে অবরোধের সমর্থনে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি স্থানীয় গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম বাবলুর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু, বিএনপি নেতা মাহবুবুল আলম হিরু, পিয়ার হোসেন পিয়ার, আব্দুল মোমিন, শফিকুল ইসলাম শফিক, মামুনুর রশিদ আপেল, যুবদল নেতা আশরাফুদ্দৌলা মামুন, শাহাবুল করিম, স্বেচ্ছাসেবকদল নেতা শাহ কাওছার আহমেদ কলিন্স প্রমূখ বক্তব্য রাখেন। এছাড়া পৌর বিএনপিসহ দলের সহযোগী সংগঠনের পক্ষ থেকেও অবরোধের সমর্থনে খন্ডখন্ড মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ করেছে।
Check Also
শেরপুরে সমবায় দলের পথসভা অনুষ্ঠিত
শেরপুর নিউজ ডেস্ক: একটি রাজনৈতিক দল বিএনপির বিরুদ্ধে মিথ্যাচার করছেন বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী …