শেরপুর নিউজ ডেস্ক: বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিম-পিপিএম অতিরিক্ত ডিআইজি হিসাবে পদোন্নতি পেয়েছেন। তিনিসহ বিসিএস (পুলিশ) ক্যাডারের ১২ জন পুলিশ সুপার অতিরিক্ত ডিআইজি হিসাবে পদোন্নতি পেলেন।
রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সহকারি সচিব মো: মাহাবুর রহমান শেখ স্বাক্ষরিত সোমবার (৬ নভেম্বর) সরকারি এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বর্ণিত কর্মকর্তা সিনিয়র সচিব, জননিরাপত্তা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাবর যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে পদোন্নতিপ্রাপ্ত পদে যোগদানপত্র প্রেরণ করবেন। এছাড়া জনস্বার্থে জারিকৃত এ আদেশ যোগদানের তারিখ হতে কার্যকর হবে।