সর্বশেষ সংবাদ
Home / খেলাধুলা / শ্রীলঙ্কাকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির আশায় বাংলাদেশ

শ্রীলঙ্কাকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির আশায় বাংলাদেশ

 

শেরপুর নিউজ ডেস্ক: শ্রীলঙ্কাকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির আশা বাঁচিয়ে রাখলো বাংলাদেশ। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে সোমবার (৬ নভেম্বর) শ্রীলঙ্কাকে ৩ উইকেটে হারিয়ে অষ্টম ম্যাচে এসে দ্বিতীয় জয় তুলে নিয়েছে টাইগাররা। লঙ্কানদের বিপক্ষে এটি বিশ্বকাপে বাংলাদেশের প্রথম জয়। শেষ চারের স্বপ্ন আগেই শেষ হয়ে যাওয়ায় এখন চ্যাম্পিয়ন্স ট্রফি নিশ্চিত করাই সাকিবদের মূল লক্ষ্য।

শ্রীলঙ্কার বিপক্ষে স্বস্তির জয়ে পয়েন্ট টেবিলের ৭ নম্বরে উঠে পাশাপাশি বেড়েছে সম্ভাবনাও। অস্ট্রেলিয়ার বিপক্ষে পরের ম্যাচে জিতলেই পয়েন্ট টেবিলের সেরা আট নিশ্চিত হবে টাইগারদের, হারলেও থাকবে সুযোগ।

গতকাল টসে হেরে ব্যাট করতে নেমে অ্যাঞ্জোলো ম্যাথিউসের টাইমড আউট নাটকের পর নির্ধারিত ৫০ ওভার শেষে ২৭৯ রানেই গুটিয়ে যায় লঙ্কানদের ইনিংস। পাঁচে নেমে সেঞ্চুরি হাঁকান চারিথ আসালঙ্কা। জবাবে নাজমুল হোসেন শান্ত ও সাকিব আল হাসানের ১৬৯ রানের জুটিতে ৪১.১ ওভারে ৭ উইকেট হারিয়েই জয়ের বন্দরে পৌছে যায় টাইগাররা। শান্ত ১০১ বলে ৯০ ও সাকিব মাত্র ৬৫ বলে করেন ৮২ রান। ব্যাটে বলে দুর্দান্ত পারফরম্যান্স করে ম্যাচসেরা হন সাকিব আল হাসান।

দিল্লিতে ২৮০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ইনিংসের তৃতীয় ওভারেই ধাক্কা খায় বাংলাদেশ। মাদুশঙ্কার বলে তুলে মারতে গিয়ে ব্যক্তিগত ৯ রানের মাথায় ক্যাচ দিয়ে বসেন তানজিদ হাসান তামিম। এরপর দলীয় ৪১ রানে মাদুশঙ্কার দ্বিতীয় শিকার হন লিটন। লেগ বিফোরের ফাঁদে পড়ে সাজঘরে ফেরার আগে তিনি করেন ২২। এরপর নাজমুল হাসান শান্তকে নিয়ে দলের হাল ধরেন অধিনায়ক সাকিব আল হাসান। তাদের ১৬৯ রানের রেকর্ড পার্টনারশিপে জয়ের খুব কাছাকাছি পৌছে যায় টাইগাররা। বিশ^কাপে নিজের একাদশ অর্ধশতক তুলে নিয়ে অ্যাঞ্জেলো ম্যাথিউসের বলে সাজঘরে ফেরার আগে সাকিব করেন ৮২ রান। তার ৬৫ বলের ইনিংসে ছিল ১২টি চার ও ২টি ছয়ের মার। সাকিবের পর দ্রুত ফিরে যান শান্তও। বিশ^কাপে প্রথম সেঞ্চুরি থেকে ১০ রান দুরে থেকে ম্যাথিউসের বলে বোল্ড হন তিনি। তার ১০১ বলের ইনিংসে ছিল ১২টি চারের মার। এরপর মুশফিকুর ১০ ও রিয়াদ ২২ রান করে ফেরেন। শেষদিকে হৃদয়ের ১৫ রানের কল্যাণে ৫৩ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌছে যায় টাইগাররা।

এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে দ্বিতীয় উইকেটে পাথুম নিশাঙ্কা ও কুশল মেন্ডিসের ৬১ রানের জুটির পর দুই সাকিবের আঘাতে ৭২ রানেই তিন উইকেট হারিয়ে ফেলে লঙ্কানরা। চতুর্থ উইকেট জুটিতে সামারাবিক্রমার সঙ্গে জুটি বাঁধেন চারিথ আসালঙ্কা। তাদের ৭৩ রানের পার্টনারশিপ ভাঙ্গেস আবার সাকিবই। এরপরই ক্রিকেট বিশ^ নতুন এক ইতিহাসের সাক্ষী হয়। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ব্যাটার হিসেবে টাইম আউট হস অ্যাঞ্জেলো ম্যাথিউস। যে হেলমেট নিয়ে খেলতে নেমেছিলেন ম্যাথিউস, সেটিতে নিরাপদ বোধ করছিলেন না তিনি। দুবার হেলমেট পরিবর্তন করেন তিনি। কিন্তু ততক্ষণে তিন মিনিটেরও বেশি সময় পার হয়ে যায়। টাইম আউটের আবেদন করেন সাকিব। আর তাতে নিয়ম অনুযায়ী আউট দেন আম্পায়ার। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবার ঘটলেও ঘরোয়া ক্রিকেটে এর আগে ৬ বার টাইমড আউট হয়েছেন ব্যাটাররা। ম্যাথিউসের বিদায়ের পর প্রথমে ধনাঞ্জয়া ডি সিলভা ও এরপর মহেশ থিকশানার সঙ্গে জুটি বেধে রানের চাকা সচল রাখেন আসালঙ্কা। তুলে নেন বিশ^কাপে নিজের প্রথম সেঞ্চুরি। তানজিম সাকিবের বলে ফেরার আগে ১০৫ বলে ৬টি চার ও ৫ ছয়ে করেন ১০৮ রান। টাইগারদের হয়ে তানজিম সাকিব ৩টি, শরিফুল ও সাকিব আল হাসান দুটি এবং মেহেদী হাসান মিরাজ ১টি উইকেট নেন।

 

Check Also

ওয়েস্ট ইন্ডিজ সফরের নারী দল ঘোষণা করলো বাংলাদেশ

শেরপুর নিউজ ডেস্ক: তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে চলতি মাসেই ওয়েস্ট ইন্ডিজ সফর করবে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 5 =

Contact Us