শেরপুর নিউজ ডেস্ক: এক দখলদার ইসরায়েলি সৈন্যকে লাথি ও চড় মেরে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনের প্রতীক বনে যাওয়া সেই ফিলিস্তিনি তরুণী আহেদ তামিমিকে (২৩) পশ্চিমতীরে তার বাড়ি থেকে আটক করা হয়েছে। আহেদের মা নারিমান তামিমি গণমাধ্যমকে বলেছেন, সোমবার ইসরায়েলি সেনারা পশ্চিমতীরের নবী সালেহ শহরের নিজ বাড়ি থেকে জিঞ্জাসাবাদের কথা বলে তাকে তুলে নিয়ে গেছে। খবর আনাদোলুর। তিনি আরো বলেন, ইসরায়েলের সেনারা ঘরে ঢুকে আহেদ তামিমির মোবাইল ফোন পরীক্ষা করে এবং তাকে ধরে নিয়ে যায়।
উল্লেখ্য, এক ইসরায়েলি সৈন্যকে লাথি ও চড় মারার দায়ে ২০১৮ সালে আট মাস কারাভোগ করার পর মুক্তি পেয়েছিলেন ফিলিস্তিনি ওই তরুণী।ওই ঘটনার পরপরই এর ভিডিও অনলাইনে ছড়িয়ে যায় সারা পৃথিবীতে, তখন থেকেই ওই তরুণী পরিণত হন ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনের নতুন প্রতীকে।