সর্বশেষ সংবাদ
Home / রাজনীতি / আওয়ামী লীগের প্রথম নির্বাচনী সভা হবে সিলেটে : ওবায়দুল কাদের

আওয়ামী লীগের প্রথম নির্বাচনী সভা হবে সিলেটে : ওবায়দুল কাদের

শেরপুর নিউজ ডেস্ক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নির্বাচনী জনসভা সিলেট থেকে শুরু হবে। সেখানে আপনারা দলে দলে যোগ দেবেন।

সোমবার রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, বিএনপি প্রতারক দল, আরেফি আর সারওয়ার্দী দুই বাটপারকে ভুয়া বাইডেনের বন্ধু বানিয়ে প্রতারণার নাটক সাজিয়েছে বিএনপি। চোরাগুপ্তা ভাষণ দিয়ে সরকারের পতন ঘটানো যাবে না। ভাষণ দিয়ে সরকার উৎখাতের জন্য আরেফদের ভাড়া করে এনেছে বিএনপি। এমন প্রতারকদের কাছে তাদের হতে গণতন্ত্র মানবাধিকার, জনগণ নিরাপদ নয়।
ওবায়দুল কাদের বলেন, আজকে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে বলা হচ্ছে জেলে থাকা আট হাজার নেতা-কর্মীদের (বিএনপি) মুক্তি দেয়ার জন্য। তারা আমাদের বন্ধু রাষ্ট্র, আমরা তাদের বক্তব্যে নিন্দা জানাতে পারি না, তবে তাদের তথ্যে ঘাটতি আছে। তারা খোঁজ-খবর নিয়ে বক্তব্য দেবে এবং বক্তব্যে সংশোধন করবে।

তিনি আরও বলেন, নির্বাচন পর্যন্ত আমরা সতর্ক পাহারায় থাকব, সতর্ক থাকব। দেশের মানুষ শেখ হাসিনাকে ভোট দেয়ার জন্য উন্মুখ হয়ে আছে। আমরা চোরাগোপ্তা হামলায় আতঙ্কিত নয়, আমরা ভয় পাই না। রাজনীতিতে কালোমেঘ আসে, আবার কেটেও যায়।

পুলিশকে সতর্ক থাকার অনুরোধ জানিয়ে কাদের বলেন, দায়িত্ব পালনকালে কোনো নিরীহ মানুষকে যেন হয়রানি না করা হয়।

Check Also

সংখ্যানুপাতিক পদ্ধতির নির্বাচন চাই: চরমোনাই পীর

শেরপুর নিউজ ডেস্ক: ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাইয়ের পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 − 4 =

Contact Us