সর্বশেষ সংবাদ
Home / পড়াশোনা / প্রাথমিকের শিক্ষকদের জন্য নতুন সুখবর

প্রাথমিকের শিক্ষকদের জন্য নতুন সুখবর

শেরপুর নিউজ ডেস্ক: প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সারাদেশে প্রাথমিক শিক্ষকদের তথ্য প্রযুক্তিতে প্রশিক্ষিত করতে ১৪ দিনব্যাপী আইসিটি ইন এডুকেশন বিষয়ক প্রশিক্ষণের আয়োজন করতে যাচ্ছে । ১৫ নভেম্বর থেকে দেশের ৬৭টি টিচার্স ট্রিনিং ইন্সটিটিউশনে (পিটিআইতে) এ প্রশিক্ষণ দেওয়া হবে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রশিক্ষণ শাখা থেকে শিক্ষকদের তালিকা চেয়ে দেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে চিঠি দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতাধীন চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির (পিইডিপি) আওতায় ২০২৩-২৪ অর্থবছরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য ১৪ দিনব্যাপী আইসিটি ইন এডুকেশন বিষয়ক প্রশিক্ষণ শুরু হচ্ছে ১৫ নভেম্বর থেকে। দেশের ৬৭টি পিটিআইয়ে প্রশিক্ষণের জন্য উপযুক্ত শিক্ষকদের তথ্য এডুকেশন ইনফরমেশন ম্যানেজম্যান্ট সিস্টেমে (পিইআইএমএস সফটওয়্যার) এন্ট্রি করতে বলা হয়েছে।

শিক্ষক মনোনয়নের জন্য কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে প্রতি ব্যাচে প্রশিক্ষণার্থীর সংখ্যা হবে ২৫ জন। প্রশিক্ষণটি শিক্ষায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সংশ্লিষ্ট তাই প্রশিক্ষণার্থী মনোনয়নে অপেক্ষাকৃত নবীন প্রশিক্ষণবিহীন শিক্ষককে প্রাধান্য দিতে হবে। প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের বয়সসীমা সর্বোচ্চ ৫০ বছরের বেশি নয়। এর মধ্যে যে শিক্ষক ল্যাপটপ পেয়েছেন কিন্তু কোনো প্রশিক্ষণ পাননি, এমন বিদ্যালয়ের শিক্ষককে এ প্রশিক্ষণে অগ্রাধিকার দিতে হবে।

এ ছাড়া যেসব বিদ্যালয়ে শিক্ষক এবং শিক্ষার্থীর সংখ্যা অপেক্ষাকৃত বেশি সেব বিদ্যালয় থেকে এ অর্থবছরে সর্বোচ্চ দুজন শিক্ষককে মনোনয়ন দেওয়া যাবে। কোনো শিক্ষক এর আগে আইসিটি ইন এডুকেশন বিষয়ে প্রশিক্ষণ পেয়ে থাকলে আবারও তাকে প্রশিক্ষণ দেওয়া যাবে না।

Check Also

অপপ্রচারের প্রতিবাদে ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ

শেরপুর নিউজ ডেস্ক: অব্যাহত অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 − 3 =

Contact Us