শেরপুর নিউজ ডেস্ক: বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি বগুড়া -১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ম আবদুর রাজ্জাক বলেছেন, বিএনপি জামায়াত জোটের অযোক্তিক আন্দোলন জনগণ প্রত্যাখ্যান করেছেন। হরতাল অবরোধের নামে তারা রাজপথে জ্বালাও পোড়াও ভাংচুর ও মানুষ হত্যা শুরু করেছে। অগ্নি সন্ত্রাসের পথে নেমে জনমনে আতঙ্ক ছড়িয়ে দিচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ সাংবাদিকরা তাদের হামলার শিকার হয়েছেন। বিএনপির ধ্বংসাত্মক কর্মকাণ্ডে দেশে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। একারনে দেশপ্রেমিক জনতা তাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তাদের অপকর্মের জবাব দেশের মানুষ ব্যালটের মাধ্যমে প্রদান করবে। দেশের মানুষ এখন নির্বাচনী ট্রেনে উঠেছেন, তারা সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের রাজনীতির সঙ্গে রয়েছেন। দেশবাসী এখন উৎসব মুখর পরিবেশে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়ার অপেক্ষায় রয়েছেন। যথা সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে দেশের মানুষ আবারো নৌকায় ভোট দিবেন ইনশাআল্লাহ। দেশের উন্নয়ন অগ্রগতি অব্যাহত রাখতে আবারও জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠন হবে। সে লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধ হয়ে অপশক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।
মঙ্গলবার বিকেলে বগুড়ার সারিয়াকান্দিতে শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা উপলক্ষে সমাবেশে তিনি প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন। স্মরনকালের বিশাল শোভাযাত্রায় হাজার হাজার নারী পুরুষ অংশগ্রহণ করেন। সারিয়াকান্দি ডিগ্রী কলেজ মাঠ থেকে শোভাযাত্রা পৌর এলাকার সড়ক প্রদক্ষিণ করে।
এতে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল করিম মন্টু, পৌর মেয়র মতিউর রহমান মতি, জেলা পরিষদ সদস্য রশিদ ফারাজী, উপজেলা ভাইস চেয়ারম্যান আইয়ুব তরফদার, শাহীনুর বেগম, ইউপি চেয়ারম্যান আনোয়ারুত তারিক মোহাম্মদ, আব্দুল কাফি মন্ডল, তাজুল ইসলাম বাদশা, রাসেদুউজ্জামান রাসেল, শহিদুল ইসলাম সুজন, জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ভিপি সাজেদুর রহমান সাহীন, সাধারণ সম্পাদক জুলফিকার রহমান শান্ত, কেন্দ্রীয় সদস্য মেহেদী হাসান রবিন, সাবেক যুব নেতা ইঞ্জিনিয়ার আব্দুস সালাম, ইউনুস আলী, সাবেক কেন্দ্রীয় ছাত্র নেতা হাসানুল হক বান্না,উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক আশিক আহমেদ, সাবেক ছাত্রনেতা রাশেদুল ইসলাম মনু, ফিরোজ, সোহাগ সাগর, ছাত্র লীগ নেতা হাবিব পলাশ।