সর্বশেষ সংবাদ
Home / বগুড়ার খবর / ৭ নভেম্বর মুক্তিযোদ্ধা সৈনিক হত্যা একটি কলঙ্কজনক অধ্যায়ের জন্ম দিয়েছিলঃ মজনু

৭ নভেম্বর মুক্তিযোদ্ধা সৈনিক হত্যা একটি কলঙ্কজনক অধ্যায়ের জন্ম দিয়েছিলঃ মজনু

 

বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু বলেছেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার মধ্য দিয়ে দেশের ক্ষমতার পটপরিবর্তন ঘটে। গণতন্ত্রের বদলে বাংলাদেশের ঘাড়ে চেপে বসে স্বৈরাতন্ত্র। ১৯৭৫ সালের ১৫ আগস্টের পর থেকেই বাংলাদেশের রাজনীতিতে চালু হয় একটি অস্থিরতা । ১৯৭৫ সালের এদিনে তথাকথিত সিপাহি বিপ্লবের নামে প্রথমে হত্যা করা হয় তিন খ্যাতনামা মুক্তিযোদ্ধাকে। এরা হলেন খালেদ মোশাররফ বীর উত্তম, কে এন হুদা বীর উত্তম এবং এ টি এম হায়দার বীর বিক্রম। এদিন উচ্ছৃংখল জওয়ানরা একজন মহিলা ডাক্তারসহ ১৩ জন সেনা কর্মকর্তাকে হত্যা করে। এমনকি একজন সেনা কর্মকর্তার স্ত্রীকেও এ সময় হত্যা করা হয়। হত্যার নৃশংস ভয়াবহতা ৭ নভেম্বরকে একটি কলঙ্কজনক অধ্যায় পরিণত করেছিল। দেশের রাজনীতিতে অস্ত্র ও বল প্রয়োগের মাধ্যমে ক্ষমতা দখল করার যে মধ্যযুগীয় স্বৈরাচারী নীতি, তার সূত্রপাত ঘটে ৭ নভেম্বর। দিনটি বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধাদের হত্যার কলঙ্কিত ষড়যন্ত্রের দিন, বিশ্বাসঘাতকতার দিন, পাকিস্তানি ভাবাদর্শের রাজনীতি প্রতিষ্ঠিত করার অপচেষ্টার দিন।

মঙ্গলবার বিকাল সাড়ে চারটায় দলীয় কার্যালয়ে বগুড়া জেলা আওয়ামী লীগ আয়োজিত মুক্তিযোদ্ধা সৈনিক হত্যা দিবস উপলক্ষে আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধান বক্তা জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু এমপি বলেন, কর্নেল তাহের বন্দিদশা থেকে জিয়াউর রহমানকে মুক্ত করেছিলেন, সেই পঙ্গু মুক্তিযোদ্ধা কর্নেল তাহেরকেও জিয়া পরবর্তীতে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছিলেন। হত্যার রাজনীতির মাধ্যমেই বিএনপির অভ্যুদয়, তারা এদিনটি যেভাবে পালন করে, তাতেই প্রমাণ হয় এবং এদিনই আসলে জিয়াউর রহমান বহু সৈনিক ও অফিসারের লাশের ওপর দাঁড়িয়ে অবৈধভাবে ক্ষমতা দখল করেন। জিয়াউর রহমান শুধু অবৈধভাবে ক্ষমতা দখল করাই নয়, সেই ক্ষমতা নিষ্কণ্টক রাখতে সেনা, নৌ ও বিমানবাহিনীর অফিসার হত্যাযজ্ঞ অব্যাহত রেখেছিলেন।বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর খুনি মোশতাক ও জিয়ার নেতৃত্বে জাতীয় চার নেতাকে জেলের ভেতর হত্যা এবং ১৯৮১ সাল অবধি কয়েক হাজার মুক্তিযোদ্ধাকে বিচারের নামে প্রহসন করে নিষ্ঠুরভাবে ফাঁসিতে ঝুলিয়ে কিংবা গুলি ও গুম করে হত্যার মধ্য দিয়ে দেশের ইতিহাসকে কলঙ্কিত করা হয়েছে।

আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট মকবুল হোসেন মুকুল, অ্যাডভোকেট আমানউল্লাহ, এ কে এম আসাদুর রহমান দুলু, অ্যাডভোকেট জাকির হোসেন নবাব, অধ্যক্ষ শাহাদাত আলম ঝুনু, শাহ আক্তারুজ্জামান ডিউক,নাসরিন রহমান সীমা, মাশরাফি হিরো, খালিকুজ্জামান রাজা,আবু সেলিম, এম এ বাসেদ, আবু সুফিয়ান শফিক,তোহিদুল করিম কল্লোল, কামরুল হুদা উজ্জ্বল, গৌতম কুমার দাস, আমিনুল ইসলাম ডাবলু, পিংকি সরকার, রাশেদুজ্জামান রাজন ও আল মাহিদুল ইসলাম জয়।প্রেস বিজ্ঞপ্তি

Check Also

শেরপুরে সমবায় দলের পথসভা অনুষ্ঠিত

শেরপুর নিউজ ডেস্ক: একটি রাজনৈতিক দল বিএনপির বিরুদ্ধে মিথ্যাচার করছেন বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight − 8 =

Contact Us