সর্বশেষ সংবাদ
Home / রাজনীতি / দেশের কোটি কোটি মানুষ আমাদের পক্ষে : রিজভী

দেশের কোটি কোটি মানুষ আমাদের পক্ষে : রিজভী

শেরপুর নিউজ ডেস্ক: এক দফা আন্দোলন দমাতে সরকারের আইনশৃঙ্খলা বাহিনী বিরোধী নেতাকর্মীদের নতুন করে আবারও গুম করছে বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, তিতুমীর কলেজের ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান রফিক ও সাইফুল ইসলামকে গোয়েন্দা পুলিশ তুলে নিয়ে গিয়ে এখনো পর্যন্ত তাদের খোঁজ দিচ্ছে না। এই যে তুলে নিয়ে যাওয়া, এই যে অদৃশ্য করা, গুম নতুন করে আবার শুরু হয়েছে। মঙ্গলবার বিকেলে এক ভার্চুয়াল সংবাদ ব্রিফিঙে তিনি এই অভিযোগ করেন।

রিজভী বলেন, এই গুমের টার্গেটই করা হয়েছে তরুণদের। এই তরুণরা আন্দোলন সংগ্রাম ভ্যানগার্ড বলে তাদেরই টার্গেট করে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। অবিলম্বে মাহমুদুল হাসান রফিক ও সাইফুল ইসলামকে তাদের পরিবারের কাছে ফেরত দেওয়ার জোর দাবি জানান তিনি। অবরোধ কর্মসূচি হবে শান্তিপূর্ণ উল্লেখ করে রুহুল কবির রিজভী বলেন, সকলে শান্তিতে বেঁচে থাকার জন্য আমাদের এই সংগ্রাম, আমাদের এই অবরোধ কর্মসূচি। এই কর্মসূচি হবে শান্তিপূর্ণ। আমাদের এই অবরোধ কর্মসূচি গণদাবির ওপর ভিত্তি করে। এটা নিছক বিএনপির কোনো দলীয় কর্মসূচি নয়। এটা সামগ্রিকভাবে গোটা জনগণ যে তার মালিকানা বঞ্চিত হয়েছে, যে গণতন্ত্রের জন্য দেশের মানুষ দীর্ঘদিন যত রক্ত ঝরিয়েছে তাদের ঋণ পরিশোধ করার জন্য বিএনপিসহ সমমনাজোটগুলো এই সংগ্রাম করছে এবং নানা রকমের রাষ্ট্রীয় উৎপীড়নের মুখেও তারা মাঠে আছেন।
তিনি বলেন, বিএনপিসহ জাতীয়তাবাদী শক্তির যত নেতাকর্মীরা রয়েছেন এবং সমমনা দলগুলো যারা সংগ্রামে অংশগ্রহণ করছেন তাদের প্রত্যেকের কাছে আমার আকুল আহ্বান শত বাধা অতিক্রম করে যেমন কর্মসূচি পালন করে এসেছেন আবার এই কর্মসূচি পালন করবেন। জনগণকে সাথে নিয়ে পথে পথে বাধা দেবেন, মহসড়কের অবরোধ তৈরি করবেন শান্তিপূর্ণভাবে অবস্থান করেই। তবে আমাদের বিরুদ্ধে নাশকতার নানা মহাপরিকল্পনা তারা (সরকার) করছে। আমরা রাস্তায় উপস্থিত হব এবং সরকারের যে অশুভ নীলনকশা আমরা সেটাকে প্রতিহত করব।

তিনি বলেন, এদেশের কোটি কোটি মানুষ আমাদের পক্ষে আছে, এদেশে যারা গণতন্ত্র চায়, যারা বাক স্বাধীনতা চায়, যারা নিজের ভোটটা পছন্দ মতো ব্যক্তিকে দিতে চায় তারা এই আন্দোলনের অবরোধ কর্মসূচির পক্ষে রয়েছে বলেও জানান তিনি।

Check Also

সংখ্যানুপাতিক পদ্ধতির নির্বাচন চাই: চরমোনাই পীর

শেরপুর নিউজ ডেস্ক: ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাইয়ের পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight − three =

Contact Us