সর্বশেষ সংবাদ
Home / বগুড়ার খবর / বগুড়ার বর্তমান ও সাবেক ৭ জন পুলিশ কর্মকর্তার পদোন্নতি লাভ

বগুড়ার বর্তমান ও সাবেক ৭ জন পুলিশ কর্মকর্তার পদোন্নতি লাভ

শেরপুর নিউজ ডেস্ক: বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তীর সহধর্মিনী পুলিশ সদর দপ্তরের এআইজি সুনন্দা রায়ও অতিরিক্ত ডিআইজি হিসাবে পদোন্নতি পেলেন। এর আগে অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পান সুদীপ কুমার চক্রবর্ত্তী।

এ ছাড়া বগুড়ার সাবেক পুলিশ সুপার ও বর্তমান বরিশাল মেট্রোপলিট্রন পুলিশের ডিসি (দক্ষিণ) মো: আলী আশরাফ ভূঞাও অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পেয়েছেন। এদিকে পুলিশ সুপার (এসপি) পদে পদোন্নতি পেয়েছেন বগুড়া জেলা পুলিশের তিন অতিরিক্ত পুলিশ সুপার যথাক্রমে মো: স্নিগ্ধ আখতার, মো: আব্দুর রশিদ ও মো: মোতাহার হোসেন।

এ ছাড়া এসপি হিসাবে বগুড়ার সাবেক এবং বর্তমান নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার মো: গাজীউর রহমান ও রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্ত্তীও পদোন্নতি পেলেন। পুলিশ সুপার পদে পদোন্নতি পাওয়া সবাই বিসিএস পুলিশ ক্যাডারের ২৮ ও ২৯ তম ব্যাচের কর্মকর্তা।

তারাসহ সারাদেশে পদোন্নতি পেয়ে পুলিশ সুপার হলেন ১৭৭ জন পুলিশ কর্মকর্তা। রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সহকারি সচিব মো: মাহাবুর রহমান শেখ স্বাক্ষরিত গত ৬ নভেম্বর সরকারি এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।

উল্লেখ্য, যে ১৭৭ জন অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাকে এসপি হিসাবে পদোন্নতি দেওয়া হয়, এরমধ্যে ২৭ কর্মকর্তাকে স্বাভাবিক পদোন্নতি ও ১৫০ কর্মকর্তাকে সুপারনিউমারারি হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে।

Check Also

শেরপুরে সমবায় দলের পথসভা অনুষ্ঠিত

শেরপুর নিউজ ডেস্ক: একটি রাজনৈতিক দল বিএনপির বিরুদ্ধে মিথ্যাচার করছেন বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 + twelve =

Contact Us