ধুনট (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার ধুনট উপজেলায় বাঙালি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের স্থানে অভিযান চালিয়ে বালু পরিবহনের কাজে ব্যবহৃত একটি ট্রাক্টর ও ৩টি ব্যাটারি জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার রাত ১২টার দিকে বাঙালি নদীর বেড়েরবাড়ি সেতুর নিচে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহি ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশানার (ভূমি) নুরুল আমীন এ অভিযান পরিচালনা করেন।
জানা গেছে, ওই স্থান থেকে স্থানীয়রা দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি করে আসছে। সংবাদ পেয়ে মঙ্গলবার রাত ১২টার দিকে ধুনট থানা পুলিশের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত সেখানে অভিযান পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে বালু উত্তোলনকারীরা সেখান থেকে পালিয়ে যায়। এসময় বালু উত্তোলনের স্থান থেকে একটি ট্রাক্টর ও এক্সেভেটর যন্ত্রের ৩টি ব্যাটারি জব্দ করে থানা পুলিশের হেফাজতে রাখা হয়।