ধুনট (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার ধুনট উপজেলায় রায়হান খান (৩৮) নামে এক বিএনপি নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৮ নভেম্বর) দুপুরের দিকে তাকে ২০২২ সালের বিষ্ফোরক ও নাশকতা মামলায় গ্রেফতার দেখিয়ে ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।রায়হান খান উপজেলার বিশ্বহরিগাছা গ্রামের খাজান খানের ছেলে এবং চৌকিবাড়ি ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি।
মামলা ও থানা পুলিশ সুত্রে জানা গেছে, ২০২২ সালের ২৩ নভেম্বর রাতে উপজেলার ধুনট-শেরপুর পাকা সড়কের উল্লাপাড়া এলাকায় বিএনপি ও জামায়াতের নেতা কর্মীরা জমায়েত হয়ে এলাকায় নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে ককটেল বিষ্ফোরণ করলে আতংকের সৃষ্টি হয়।
সংবাদ পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘটনাস্থল থেকে দুই ব্যক্তিকে গ্রেফতার করে। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে ২৪ নভেম্বর বিএনপি ও জামায়াতের ৪৬ জনসহ অজ্ঞাত আরও ২০-৩০ জনের বিরুদ্ধে বিষ্ফোরক আইনে থানায় মামলাটি দায়ের করে।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, বিষ্ফোরক আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে আসামীকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।
Check Also
শেরপুরে সমবায় দলের পথসভা অনুষ্ঠিত
শেরপুর নিউজ ডেস্ক: একটি রাজনৈতিক দল বিএনপির বিরুদ্ধে মিথ্যাচার করছেন বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী …