শেরপুর নিউজ ডেস্ক: দুদিন বিরতি দিয়ে আগামী রোববার থেকে ফের দেশব্যাপী ৪৮ ঘণ্টার অবরোধ আসছে। এটি হবে চতুর্থ দফার অবরোধ কর্মসূচি।
বৃহস্পতিবার (৯ নভেম্বর) বিকেলের দিকে বিএনপিসহ যুগপতের শরিক দল ও জোটগুলোর পৃথকভাবে এই কর্মসূচি ঘোষণা করার কথা রয়েছে। বিএনপির একটি সূত্র এই তথ্য জানিয়েছে।
চতুর্থ দফায় অবরোধের বিকল্প হিসেবে হরতালের কর্মসূচি নিয়ে আলোচনা হলেও শেষ পর্যন্ত অবরোধের সিদ্ধান্ত নেয় বিএনপির হাইকমান্ড।
সরকারের পদত্যাগের একদফা দাবিতে দেশব্যাপী তৃতীয় দফার অবরোধ কর্মসূচি চলছে। ৪৮ ঘণ্টার চলমান এই অবরোধ আগামীকাল শুক্রবার ভোর ছয়টায় শেষ হবে।