সর্বশেষ সংবাদ
Home / বিদেশের খবর / বাংলা‌দে‌শে সুষ্ঠু ভোট চে‌য়ে কানাডার ৮ এম‌পির চি‌ঠি

বাংলা‌দে‌শে সুষ্ঠু ভোট চে‌য়ে কানাডার ৮ এম‌পির চি‌ঠি

শেরপুর নিউজ ডেস্ক: বাংলাদেশে আগামী জাতীয় নির্বাচন অবাধ, শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে চিঠি লিখেছেন কানাডার আট সংসদ সদস্য (এমপি)।

স্থানীয় সময় বৃহস্পতিবার কানাডার পার্লামেন্টের সদস্য ব্র্যাড রেডেকপ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) চিঠিটি প্রকাশ করেছে। যিনি ‘কানাডা-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ’ সভাপতি।

চিঠিতে স্বাক্ষর করেন—কানাডা-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপের চেয়ার ব্র্যাড রেডেকপ, ভাইস চেয়ার সালমা আতাউল্লাহজান, সালমা জাহিদ, কেন হার্ডি, ল্যারি ব্রক, রবার্ট কিচেন, লাক ডেসিলেট ও কেভিন ওয়াগ।

চিঠিতে তারা লিখেছেন, ২০২৪ সালের জানুয়ারিতে বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন দেখার জন্য আমরা গভীর ইচ্ছা প্রকাশ করছি।

ভোটারদের ভীতি প্রদর্শন, ভোট কারচুপি এবং ব্যালট বাক্স ভর্তি করার বিরুদ্ধে সরকার পদক্ষেপ নেবে বলে তারা আশা প্রকাশ করেছেন।

চিঠিতে তারা আরও লিখেছেন, আমরা আশা করি, আপনার সরকার সহিংসতা প্রতিরোধ করার জন্য সব কিছু করবে এবং রাজনৈতিক সংশ্লিষ্টতা নির্বিশেষে সব বাংলাদেশির সুরক্ষা নিশ্চিত করবে। আমরা আশা করি, আপনার সরকার সব যোগ্য বাংলাদেশী নাগরিকের নির্বাচনে সক্রিয় অংশগ্রহণের ব্যবস্থা করবে।

Check Also

ভারি বৃষ্টিতে মক্কা-মদিনা ও জেদ্দায় বন্যা

শেরপুর নিউজ ডেস্ক: সৌদি আরবের মক্কা-মদিনা ও জেদ্দা শহরে ভারি বৃষ্টিপাতে বন্যা দেখা দিয়েছে। গত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 4 =

Contact Us