সর্বশেষ সংবাদ
Home / বিদেশের খবর / বাংলাদেশে অনির্বাচিত সরকার চায় না যুক্তরাষ্ট্র

বাংলাদেশে অনির্বাচিত সরকার চায় না যুক্তরাষ্ট্র

শেরপুর নিউজ ডেস্ক: বাংলাদেশে অনির্বাচিত কোনো সরকার নয় বরং অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায় যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার রাতে ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মূখ্য উপমুখপাত্র বেদান্ত প্যাটেল এ কথা জানান।
ব্রিফিংয়ে বাংলাদেশি একজন সাংবাদিক জানতে চান, যুক্তরাষ্ট্র কি বাংলাদেশে অনির্বাচিত সরকার চায়? জবাবে বেদান্ত প্যাটেল বলেন, ‘এ ধরনের প্রশ্নের উত্তর আমি আগেও দিয়েছি। বাংলাদেশে সবাই অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায়। আপনি শুনেছেন, যুক্তরাষ্ট্র কোনো দেশেই বিশেষ কোনো সরকার, রাজনৈতিক দল ও প্রার্থীকে সমর্থন করে না।’ বেদান্ত প্যাটেল আরও বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন যুক্তরাষ্ট্রের প্রত্যাশা। এটি বাংলাদেশের জনগণেরও প্রত্যাশা।
বাংলাদেশের বর্তমান সরকার সন্ত্রাসের বিরূদ্ধে কোনো ধরনের ছাড় না দেওয়ার নীতি অনুসরণ করছে- উল্লেখ করে যুক্তরাষ্ট্র এ বিষয়টিকে কীভাবে মূল্যায়ন করে জানতে চান বলে জানান বাংলাদেশি ওই সাংবাদিক।
জবাবে বেদান্ত প্যাটেল বলেন, ‘আমি এ বিষয়টি বিশদভাবে বলবো। গত বছর আমরা বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর উদযাপন করেছি। অবশ্যই এটি এমন এক দেশ যার সঙ্গে আমরা বাণিজ্য, জলবায়ু, নিরাপত্তাসহ সম্ভাবনাময় খাতগুলো সম্পর্ক আরো জোরদার করতে চাই।’

Check Also

ভারি বৃষ্টিতে মক্কা-মদিনা ও জেদ্দায় বন্যা

শেরপুর নিউজ ডেস্ক: সৌদি আরবের মক্কা-মদিনা ও জেদ্দা শহরে ভারি বৃষ্টিপাতে বন্যা দেখা দিয়েছে। গত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine − nine =

Contact Us