সর্বশেষ সংবাদ
Home / খেলাধুলা / শ্রীলঙ্কাকে নিষিদ্ধ করল আইসিসি

শ্রীলঙ্কাকে নিষিদ্ধ করল আইসিসি

শেরপুর নিউজ ডেস্ক: সরকারি হস্তক্ষেপের কারণে বিশ্বকাপ চলাকালিন সময়ে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডকে নিষিদ্ধ করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে সংগঠনটি। শুক্রবার (১০ নভেম্বর) আইসিসি এক বোর্ড মিটিং করে। মিটিংয়ে তারা সিদ্ধান্তে উপনীত হয় যে, সদস্যপদের ক্ষেত্রে কোনো দেশকে যেসব নিয়ম-কানুন মানতে হয়, শ্রীলঙ্কা সেগুলো লঙ্ঘন করেছে। বিশেষ করে তারা নিজেদের স্বায়ত্তশাসন ধরে রাখতে পারেনি। মুক্ত থাকতে পারেনি সরকারী হস্তক্ষেপ থেকেও।
এক বিবৃতিতে আইসিসি বলছে, ‘আইসিসি বোর্ড সভায় বসে সিদ্ধান্ত নিয়েছে শ্রীলংকা ক্রিকেট সদস্য হিসেবে গুরুত্বপূর্ণ বিধিনিষেধ লঙ্ঘন করেছে। বিশেষ করে, স্বাধীনভাবে কাজ করতে ক্রিকেট প্রশাসনকে সরকারি হস্তক্ষেপের বাইরে থাকার প্রয়োজন ছিল। সময়মতো এই স্থগিতাদে শের শর্তগুলো জানিয়ে দেবে আইসিসি বোর্ড।’

 

 

Check Also

ওয়েস্ট ইন্ডিজ সফরের নারী দল ঘোষণা করলো বাংলাদেশ

শেরপুর নিউজ ডেস্ক: তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে চলতি মাসেই ওয়েস্ট ইন্ডিজ সফর করবে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine + 12 =

Contact Us