শেরপুর নিউজ: বগুড়ার শেরপুরের শেরুয়া বটতলায় বাসের চাপায় আব্দুল্লাহ আল মামুন (৪০) নামের এক যুবক মারা গেছেন।
শনিবার (১১ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর উপজেলার শেরুয়া বটতলা এরাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল্লাহ আল মামুন শেরপুর উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের গড়ের বাড়ি গ্রামের হয়রত আলীর ছেলে এবং পেশায় একজন মোটর মেকানিক।
শেরপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ষ্টেশন অফিসার নাদির হোসেন জানান, ওই সময় একটি দ্রুতগামী বাস মোটর সাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।