শেরপুর ন্উিজ ডেস্ক: সরকার শুধু বিএনপির কার্যালয় নয়, সারাদেশকে ‘তালাবদ্ধ’ করে রেখেছে বলে অভিযোগ করেছেন রুহুল কবির রিজভী। তিনি বলেন, যে সমস্ত জায়গায় আমরা সংবাদ সম্মেলন করতাম বিশেষ করে আমাদের দলের কেন্দ্রীয় কার্যালয়, আপনারা জানেন পুলিশ আমাদের কার্যালয় অবরুদ্ধ করে রেখেছে। তারা সেখানে তালা মেরে অবস্থান করছে। এই পরিস্থিতি শুধু পার্টি অফিসে নয়, ওরা সারাদেশকেই তালা মেরে রেখেছে।
শনিবার (১১ নভেম্বর) বিকেলে আত্মগোপনে এক ভার্চুয়াল ব্রিফিংয়ে সারাদেশের পরিস্থিতি তুলে ধরতে গিয়ে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব এই অভিযোগ করেন। সরকারের এই ‘দমনপীড়নে এক দফা আন্দোলন রুখা যাবে না’ বলে হুশিয়ারি দিয়ে রিজভী বলেন, জনগণের এই ত্যাগ বৃথা যাবে না। গণতন্ত্রের বিজয় হবেই ইনশাল্লাহ।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৩১৫ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়ে। এছাড়া ২৮ অক্টোবরের সমাবেশের পর থেকে এই পর্যন্ত ১৩ হাজার ৩৮৬ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। বর্তমানে মামলার ৬১৩টির অধিক এবং এতে আসামী করা হয়েছে ৪৮ হাজার ৪৪৩জনেরও বেশি নেতা-কর্মীকে বলে জানান তিনি।
‘ভুয়া নির্বাচনের জন্য সরকার মরিয়া’
রিজভী বলেন, অতীতের মতো ভুয়া নির্বাচনের নামে তামাশা করতে বেপরোয়া ও ভয়ংকর হয়ে উঠেছে আওয়ামী ফ্যাসিস্ট সরকার। ৫৭ সেকেন্ডে নৌকা মার্কায় ৪৩টি সিল মারা নির্বাচনের জন্য বেসামাল এখন শেখ হাসিনা। আপনারা জানেন যে, ২০১৮ সালের নির্বাচনসহ বিভিন্ন নির্বাচনে যে কাউন্টিং সেটা হচ্ছে এখন অতীতের কোনো রেকর্ডে এটা খুঁজে পাওয়া যাবে না। তবে শেখ হাসিনার নির্বাচনী প্রক্রিয়ায় এটা সম্ভব।
এজন্য সারাদেশে গ্রেপ্তার ও মিথ্যা মামলা দায়েরের ঘটনা তুলে ধরে তিনি বলেন, এজন্য জনগণের ওপর ঝাঁপিয়ে পড়েছে তার বিভিন্ন বর্গী বাহিনী।যেমন র্যাব, পুলিশ, বিজিবি এবং আওয়ামী যুবলীগ-ছাত্রলীগ-স্বেচ্ছাসেবক লীগ-ছাত্র লীগ-মতস্যজীবী লীগসহ নানা লীগে। তাদের তান্ডবে ছিন্ন হয়ে যাচ্ছে গোটা বাংলাদেশ।