Home / দেশের খবর / ভারতের সুরে শেখ হাসিনার পাশে এবার চীন, কপালে ভাঁজ বিএনপির

ভারতের সুরে শেখ হাসিনার পাশে এবার চীন, কপালে ভাঁজ বিএনপির

শেরপুর ন্উিজ ডেস্ক: আজ কলকাতার প্রভাবশীল পত্রিকা ‘দ্য ওয়াল’ বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। বাংলাদেশ প্রসঙ্গ এবং পাঠকের আগ্রহের কথা বিবেচনা করে ‘দ্য ওয়াল’ এর প্রতিবেদনটি পাঠকদের জন্য হুবহু প্রকাশ করা হল।

আগামী সোমবার থেকে শুরু হতে যাওয়া সপ্তাহে বাংলাদেশের জাতীয় সংসদের বিজ্ঞপ্তি বা তফসিল ঘোষণা করা হবে বলে সে দেশের মুখ্য নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল জানিয়েছেন। অন্যদিকে, প্রধান বিরোধী দল বিএনপি এখনও তাদের এক দফা দাবিতে আন্দোলনে অবিচল। তারা দেশে লাগাতার অবরোধ কর্মসূচি পালন করে চলেছে। তাদের বত্তব্য, শেখ হাসিনার পদত্যাগ এবং নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ভোট না হলে তারা নির্বানে অংশ নেবে না।

এই পরিস্থিতিতে প্রধান বিরোধী দলকে ছাড়াই ভোট হওয়ার সম্ভাবনা প্রবল হয়ে উঠেছে পড়শি দেশে। শনিবার তাতে নয়া মাত্রা যোগ করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি বলেছেন, বাংলাদেশে ভোট হওয়া উচিত দেশের সংবিধান মেনে।

চীনা রাষ্ট্রদূতের এই মন্তব্য শাসক দল আওয়ামী লিগের জন্য যেমন স্বস্তির, তেমনই বিরোধী দল বিএনপির কপালে চিন্তার ভাঁজ ফেলল। কারণ, শেখ হাসিনা সরকার সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকারের বিধান সংসদে প্রস্তাব এনে বাদ দিয়ে দিয়েছে। এই ব্যাপারে বাংলাদেশের হাই কোর্ট সরকারকে নির্দেশ দিয়েছিল। কারণ, ২০০৬ থেকে ২০০৮ পর্যন্ত তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার সেনার কথায় উঠত বসত। বিএনপির সঙ্গেও তাদের সদ্ভাব ছিল। বাস্তবে সেটি নির্দলীয় সরকার ছিল না। যদিও ২০০৮-এর ভোটে আওয়ামী লিগ ওই সরকারের সময়েই ক্ষমতায় ফেরে। তারপর থেকে হওয়া দুটি নির্বাচন অবাধ হয়নি বলে বিরোধীদের অভিযোগ।

বাংলাদেশের ভোট নিয়ে এবার পশ্চিমী দুনিয়া, বিশেষ করে আমেরিকা ও ইউরোপিয় ইউনিয়নও খুবই সক্রিয়। তারা ঘুরিয়ে বিএনপির অভিযোগ ও দাবিকেই সমর্থন করছে।

ওই পরিস্থিতিতে শুক্রবার দিল্লিতে মার্কিন পররাষ্ট্র মন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের সঙ্গে বৈঠকের পর বাংলাদেশের ভোট নিয়ে ভারত তাদের অবস্থান স্পষ্ট করে দিয়ে বলে ভারতের পররাষ্ট্র সচিব বিনয় কোয়াত্রা বলেন, এই ব্যাপারে বাংলাদেশের জনগণই শেষ কথা বলবেন। কোনও তৃতীয় দেশের হস্তক্ষেপের কোনও সুযোগ নেই।

এইভাবে আমেরিকার উল্টো পথে ভারত শুক্রবার বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে যা নরেন্দ্র মোদী সরকারের শেখ হাসিনার নেতৃত্বের প্রতি ভরসা এবং সমর্থন বলেই মনে করছে কূটনৈতিক বিশ্ব। শনিবার চিনের রাষ্ট্রদূত এক কদম এগিয়ে বিতর্কিত তত্ত্বাবধায়ক সরকার বিতর্কে জল ঢেলে দিলেন। কারণ, সংবিধানে এখন আর এমন সরকারের বিধান নেই।

এই ব্যাপারে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, চীনা রাষ্ট্রদূতের কথায় বাংলাদেশের মানুষের আকাঙ্খার প্রতিফলন নেই। রাষ্ট্রদূতের মন্তব্যটি এমন এক সময়ে এসেছে, যখন সমগ্র জাতি গণতন্ত্রের জন্য ঐক্যবদ্ধ হয়ে ভোটের অধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধ পুনরুদ্ধারের প্রয়াসে শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের দাবি জানাচ্ছে।

Check Also

খাগড়াছড়িতে দুই পক্ষের সংঘর্ষে নিহত ৩

শেরপুর নিউজ ডেস্ক: খাগড়াছড়িতে দুই পক্ষের সংঘর্ষে তিনজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। তারা হলেন, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen − 10 =

Contact Us