শেরপুর নিউজ ডেস্ক: বগুড়ায় গাছের গুড়ি ফেলে মহাসড়ক অবরোধ করেছে জামায়াত ইসলামীর নেতাকর্মীরা।
রবিবার (১২ নভেম্বর) সকালে বগুড়া-নওগাঁ মহাসড়কের চারমাথার অদূরে মহাসড়ক অবরোধ করেন তারা। এতে শত শত জামায়াত নেতাকর্মী সড়কে জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করে।
অবরোধ চলাকালে জামায়াত নেতৃবৃন্দ বলেন, সরকারের সময় ফুরিয়ে এসেছে। প্রতিবেশী দেশের সহায়তায় ক্ষমতা টিকিয়ে রাখতে সরকার মরণ খেলায় মেতে উঠেছে। জনগণের আকাংখ্যাকে উপেক্ষা করে সরকার আবারও এক তরফা নির্বাচনের পাঁয়তারা করছে। কিন্তু দেশের মানুষ অতীতের মত রাতের বেলা ভোট ডাকাতির কোন সুযোগ শেখ হাসিনাকে দিবেনা বলে নেতৃবৃন্দ হুশিয়ারি উচ্চারণ করেন।
বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ সাইহান ওলিউল্লাহ বলেন, পুলিশের উপস্থিতি টের পেয়ে সবাই মহাসড়ক থেকে সরে গেছে। পরিস্থিতি স্বাভাবিক আছে।