শেরপুর নিউজ ডেস্ক: বগুড়ার শিবগঞ্জে স্কুল গেটের নিচে চাপা পড়ে রথিন চন্দ্র (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রথিন উপজেলা সৈয়দপুর ইউনিয়নের মাঝপাড়া গ্রামের অক্ষম চন্দ্রের একমাত্র ছেলে। গত শনিবার দিবাগত রাত ১২টায় স্থানীয় গাংনগর গার্ল্স স্কুলে ঘটনাটি ঘটে।
জানা যায়, উপজেলা জাতীয় পার্টি সাধারণ সম্পাদক ও সৈয়দপুর ইউনিয়নের চেয়ারম্যান মোতালেব হোসেন মোল্লা তার মেয়াদের দুই বছর বর্ষপূর্তি উপলক্ষ্যে ওই স্কুল মাঠে এক সভার আয়োজন করেন। সভার শেষে বিতরণকৃত খাবার নিয়ে গেট দিয়ে বের হচ্ছিল স্থানীয়রা। এমন সময় গেটটি ভেঙে রথিনের ওপর চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ইউপি চেয়ারম্যান মোতালেব হোসেন মোল্লা ঘটনা নিশ্চিত করে জানান, তার আয়োজিত সভা শেষ হওয়ার এক ঘন্টা পরে ঘটনাটি ঘটে।
স্কুলটির প্রধান শিক্ষক শহিদুল ইসলামের সাথে যোগাযোগের চেষ্টা করা হতে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (আইসি) আশিক ইকবাল জানান, নিহত পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ সৎকারের অনুমতি দেওয়া হয় এবং থানায় কোন মামলা করা হয়নি।