সর্বশেষ সংবাদ
Home / বিনোদন / এবার শুভর সঙ্গী সোহিনী

এবার শুভর সঙ্গী সোহিনী

শেরপুর নিউজ ডেস্ক:‘লহু’ শিরোনামের একটি ওয়েব সিরিজে চুক্তিবদ্ধ হয়েছেন আরিফিন শুভ। ‘কিশমিশ’ ও ‘দিলখুশ’ নির্মাতা রাহুল মুখার্জি পরিচালিত এই সিরিজ দিয়েই ভারতে যাত্রা শুরু করছে বাংলাদেশের ওটিটি প্লাটফর্ম চরকি। এর আগে গত শুক্রবারই (১০ নভেম্বর) ‘নীলচক্র’ শিরোনামের একটি সিনেমার খবর দেন শুভ। সেই খবরের রেশ কাটতে না কাটতে নতুন আরেকটি চমক নিয়ে হাজির এই নায়ক।

‘লহু’ শিরোনামের এই সিরিজে শুভর বিপরীতে দেখা যাবে কলকাতার অভিনেত্রী সোহিনী সরকারকে। চলতি মাসেই শুরু হচ্ছে সিরিজটির শুটিং শুরু হতে যাচ্ছে।

‘লহু’ প্রসঙ্গে আরিফিন শুভ বলেন, ‘এটা অনেক আনন্দের ও এক্সসাইটমেন্টের বিষয়। শুধু আমার জন্য না, আমাদের বাংলাদেশের ওটিটির ও সাধারণ যত দর্শক আছেন, তাদের জন্যও। কারণ, পশ্চিমবঙ্গে চরকির কাজ হতে যাচ্ছে।’

‘লহু’-র জন্য কী কী প্রস্তুতি নিচ্ছেন জানিয়ে শুভ বলেন, ‘স্ক্রিপ্ট পড়েছি। পরিচালকের সাথে কয়েক দফায় মিটিং হয়েছে। চরিত্রের মাত্রাটা কী রকম ও কেমন তা বোঝার চেষ্টা করছি। আর শ্যুট শুরু হলে কাজটা আরও ভালোভাবে করতে পারব আশা করছি।‘

কলকাতার অভিনেত্রী সোহিনী সরকার বলেন, ‘আমি ভীষণ আনন্দিত ও আশাবাদী কাজটা নিয়ে। কলকাতায় চরকির কাজ শুরু হচ্ছে এতে আমাদের কাজের ক্ষেত্র ও পরিধিও বাড়ল। ভেবেই খুব ভালো লাগছে। সেই সাথে সিরিজটির গল্প-প্লট একদম ভিন্ন। আশা করছি, কাজটা দুর্দান্ত হবে।’

পরিচালক রাহুল মুখার্জি বলেন, ‘পাহাড়ি অঞ্চল। সেখানে একটা সক্রিয় গোষ্ঠীকে সামলাতে একটা বিশেষ দল পৌঁছে যায় সেখানে। তারপর কী হয়, সেই নিয়েই গল্প। এ ছাড়া শুভ, সোহিনী সবাই মিলে যে কাজ হবে এতে মনে হচ্ছে, আমাদের ভৌগোলিক যে বর্ডার আছে সেটা কয়েক যুগের জন্য খুলে দেওয়া হচ্ছে। দুটো দেশ মিলেমিশে দারুণ কিছু করে ফেলবো শিল্প দিয়ে।’

আরিফিন শুভ ও সোহিনীর সঙ্গে এই ওয়েব সিরিজে আরও থাকছেন রাজনন্দিনী পাল, সৌম্য মুখোপাধ্যায়, শ্যামল চক্রবর্তী ও অনুজয় চট্টোপাধ্যায়।

Check Also

হানিমুনে গেলেন তাহসান-রোজা

শেরপুর নিউজ ডেস্ক: তাহসান রহমান খান সংগীতশিল্পী হিসেবে খ্যাতি অর্জন করেন। পরবর্তী সময়ে নাটকে অভিনয় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen − six =

Contact Us