শেরপুর নিউজ ডেস্ক: বগুড়ার শেরপুরে সাব-রেজিস্ট্রি অফিস, গাড়িদহ ওভারপাস ও তিনটি বিদ্যালয়ের একাডেমিক ভবন উদ্বোধন করা হয়েছে। এছাড়া বেগম শাজাহান তালুকদার দাখিল মাদ্রাসাসহ আরো দুইটি বিদ্যালয়ে নির্মিত চারতলা একাডেমিক ভবন উদ্বোধন করা হয়।
মঙ্গলবার (১৪ নভেম্বর) সকালে গণভবন থেকে ভার্চুয়ালি ওইসব প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শেরপুরে প্রধানমন্ত্রীর পক্ষে উপজেলা সাব রেজিষ্ট্রী অফিস এর উদ্বোধনী ফলক উন্মোচন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মজিবর রহমান মজনু। এসময় উপজেলা নির্বাহী অফিসার সানজিদা সুলতানা , উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব শাহ জামাল সিরাজী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক আলহাজ্ব মুন্সী সাইফুল বারী ডাবলু, শেরপুর থানার অফিসার ইনচার্জ বাবু কুমার সাহা, উপজেলা নির্বাচন অফিসার জাকির হোসেন,উপজেলা প্রকৌশলী লিয়াকত হোসেন, সাব রেজিস্ট্রারসহ সরকারি কর্মকর্তা ও দলিল লেখক কল্যান সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
Check Also
শাজাহানপুরে বাসের ধাক্কায় এক তরুণ নিহত
শাজাহানপুর (বগুড়া) সংবাদদাতা: বগুড়ার শাজাহানপুরে অজ্ঞাতনামা বাসের ধাক্কায় আরাফাত হোসেন রকি (২০) নামের এক …