শেরপুর নিউজ ডেস্ক: বগুড়ায় পুলিশ সুপারের অফিস লক্ষ্য করে দুটি ও শহরের মালতীনগরে পুলিশ সুপারের বাসভবনের সামনে একটি হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এর মধ্যে একটি এসপি অফিসের মধ্যে পড়েছে। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
বুধবার (১৫ নভেম্বর) রাত সোয়া ৯টার দিকে এ বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ সাইহান ওলিউল্লাহ।
তিনি বলেন, মোটরসাইকেলে দুর্বৃত্তরা পুলিশ সুপারের কার্যালয় এবং বাংলোর গেইটে হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে।
এদিকে তফসিল ঘোষণার পর পরই এ শহরের সুত্রাপুরে মফিজ পাগলার মোড় এলাকায় পর পর ৩টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
অপরদিকে তফসিল ঘোষণার পর জেলা আওয়ামী লীগ আনন্দ মিছিল বের করে শহরে। পরে সাতমাথার বঙ্গবন্ধু মুজিব মঞ্চে সমাবেশ অনুষ্ঠিত হয়।