সর্বশেষ সংবাদ
Home / বগুড়ার খবর / ধুনট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানকে কুপিয়ে জখম

ধুনট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানকে কুপিয়ে জখম

ধুনট (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার ধুনট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মহসীন আলমকে (৫৮) কুপিয়ে জখম করেছে দূর্বৃত্তরা। এ ঘটনায় অজ্ঞাত ২ যুবকের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন তিনি। ঘটনার পর থেকে পুলিশ দূর্বৃত্তদের ধরতে মাঠে নেমেছে।
মামলা সূত্রে জানা যায়, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহসীন আলম উপজেলা সদরের উল্লাপাড়া গ্রামের মেছের উদ্দীন মন্ডলের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। তার রয়েছে রাজনৈতিক প্রতিপক্ষ।
এ অবস্থায় সোমবার রাত পৌনে ৯টার দিকে রাজনৈতিক পরামর্শের জন্য তিনি পায়ে হেঁটে ধুনট শহরের ফলপট্টি থেকে হাসপাতাল সড়কের শাহ জালাল ক্লিনিকের দিকে রওনা হন। পথিমধ্যে ডাক বাংলোর সামনে পৌছলে একটি মোটরসাইকেলে অজ্ঞাত ২ যুবক ঘটনাস্থলে পৌছে তাকে হত্যার উদ্দ্যেশে পিছন দিক থেকে ধারালো অস্ত্র দিয়ে কোপ দেয়।

কিন্ত চলন্ত মোটর সাইকেল থেকে দূর্বৃত্তদের অস্ত্রের আঘাত লক্ষভ্রষ্ট হয়ে মহসীন আলমের বাম হাতের বাহুতে লেগে কেটে যায়। এ সময় তার চিৎকারে স্থানীয়দের উপস্থিতি টের পেয়ে দূর্বৃত্তরা ঘটনাস্থল ত্যাগ করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে স্থানী একটি ক্লিনিকে ও পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দিয়েছেন। এ ঘটনায় মহসীন আলম বাদি হয়ে মঙ্গলবার রাতে থানায় একটি মামলা দায়ের করেছেন। তবে ওই মামলায় কোন আসামীর নাম উল্লেখ নেই।
বুধবার (১৫ নভেম্বর) সকালের দিকে মামলার তদন্তকারী কর্মকর্তা ধুনট থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তাফিজ আলম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে ওই এলাকা থেকে সিসি ক্যামেরার বেশ কয়েকটি ভিডিও ফুটেজ সংগ্রহ করা হয়েছে। স্থানীয়দের সহযোগিতায় তথ্যপ্রযুক্তির মাধ্যমে দূর্বৃত্তদের শনাক্তকরণের চেষ্টা চলছে।

Check Also

শেরপুরে সমবায় দলের পথসভা অনুষ্ঠিত

শেরপুর নিউজ ডেস্ক: একটি রাজনৈতিক দল বিএনপির বিরুদ্ধে মিথ্যাচার করছেন বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight + 1 =

Contact Us