Home / বগুড়ার খবর / শেরপুরে বিএনপি-আ’লীগের সংঘর্ষে ওসিসহ আহত ১৫

শেরপুরে বিএনপি-আ’লীগের সংঘর্ষে ওসিসহ আহত ১৫

শেরপুর নিউজ ডেস্ক: বগুড়ার শেরপুরে অবরোধের পক্ষে-বিপক্ষে মিছিল করা নিয়ে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে আওয়ামী লীগের ধাওয়া-পাল্টা ধাওয়া ও ব্যাপক সংঘর্ষ হয়েছে। এসময় পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ত্রিমুখী সংঘর্ষে ওসিসহ আওয়ামী লীগ ও বিএনপি’র অন্তত ১৫ জন নেতাকর্মী আহত হয়েছেন।
এরমধ্যে গুরুতর চারজনকে স্থানীয় উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বিএনপিসহ সমমনাদলের ডাকা অবরোধের পঞ্চম দিন বুধবার (১৫ নভেম্বর) দুপুর ১২টার দিকে শহরের হাসপাতাল রোড খেজুরতলা এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।
এ ঘটনায় আহত পুলিশ সদস্যরা হলেন শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবু কুমার সাহা, উপ-পরিদর্শক (এসআই) হাসান আলী, কনস্টেবল মো. শামীম হাসান, মো. রেজাউল করিম ও আফজাল হোসেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, অবরোধের সমর্থনে উপজেলা বিএনপি’র উদ্যোগে শহরের স্থানীয় বাসস্ট্যান্ডস্থ দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। এতে নেতৃত্ব দেন শেরপুর-ধুনট আসনের বিএনপি’র সাবেক সংসদ সদস্য আলহাজ¦ গোলাম মোহাম্মদ সিরাজ। মিছিলটি শহরের ধুনট মোড় এলাকার দিকে যাচ্ছিল। একই সময়ে বাসস্ট্যান্ডস্থ দলীয় কার্যালয় থেকে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে একটি শান্তি মিছিল বের হয়। এতে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহজামাল সিরাজী, আলহাজ¦ মুনসী সাইফুল বারী ডাবলু ও সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ নেতৃত্ব দিচ্ছিলেন। মিছিলটি বিএনপি’র পেছনে পেছনে যাচ্ছিল। একপর্যায়ে শহরের খেজুরতলায় পৌঁছলে অবরোধের পক্ষে-বিপক্ষে স্লোগান দেওয়া নিয়ে আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা তৈরি হয়। পরে উভয়পক্ষই মুখোমুখি অবস্থান নিয়ে পাল্টা-পাল্টি স্লোগান দেওয়া শুরু করলে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং ইট-পাথর নিক্ষেপের ঘটনা ঘটে। এরপর উভয়পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়। পরবর্তীতে পুলিশ রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জানতে চাইলে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ অভিযোগ করে বলেন, আমাদের শান্তি মিছিলে বিএনপি নেতাকর্মীরা অতর্কিতভাবে হামলা চালিয়েছে। ইট-পাটকেল নিক্ষেপসহ হাতবোমার বিস্ফোরণ ঘটিয়েছেন তারা। এতে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহজামাল সিরাজী, সাংগঠনিক সম্পাদক নাজমুল আলম খোকনসহ অন্তত ১১জন নেতাকর্মী আহত হয়েছেন।
তবে এই অভিযোগ অস্বীকার করে উপজেলা বিএনপি’র সভাপতি শহিদুল ইসলাম বলেন, অবরোধের সমর্থনে আমরা একটি শান্তিপূর্ণ মিছিল করি। মিছিলটি কয়েকশ’ গজ যেতে না যেতেই কোন প্রকার উস্কানি ছাড়াই আওয়ামী লীগের শান্তি মিছিল থেকে ইট-পাটকেল ছোঁড়া হয়। সেইসঙ্গে তারা দেশিয় অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের শান্তিপূর্ণ মিছিলে হামলা চালায়। এসময় বিএনপি’র একজন কর্মীর ব্যবসা প্রতিষ্ঠানও ভাঙচুর করা হয়।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবু কুমার সাহা এ প্রসঙ্গে বলেন, বিএনপি-আওয়ামী লীগের মধ্যে ধাওয়া-পাল্টা ও সংঘর্ষ বাঁধলে টিয়ারশেল ও রাবার বুলেট ছুঁড়ে তাদের ছত্রভঙ করে দেওয়া হয়েছে।
এসময় তিনিসহ পুলিশের পাঁচ সদস্য আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা সুলতানা এ প্রসঙ্গে বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি যেন অবনতি ঘটতে না পারে সেজন্য প্রশাসন সর্তক রয়েছে।

Check Also

বগুড়ায় চালের বস্তায় ফেনসিডিল : গ্রেপ্তার ১

শেরপুর নিউজ ডেস্ক : বগুড়ায় চালের বস্তায় পাওয়া গেছে দেড়শ’ বোতল ফেনসিডিল। একটি বাসে চালের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × three =

Contact Us