সর্বশেষ সংবাদ
Home / দেশের খবর / ইউনেস্কো নির্বাহী পর্ষদে বাংলাদেশের জয়

ইউনেস্কো নির্বাহী পর্ষদে বাংলাদেশের জয়

শেরপুর নিউজ ডেস্ক: ইউনেস্কো নির্বাহী পর্ষদের বুধবারের নির্বাচনে বাংলাদেশ নির্বাচিত হয়েছে। আন্তর্জাতিক এই সংস্থার ৪২তম সাধারণ সভায় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ওই নির্বাচনে সদস্য রাষ্ট্রসমূহের প্রত্যক্ষ ভোটে বাংলাদেশ জয়লাভ করে। ১৮১ ভোটের মধ্যে বাংলাদেশ পেয়েছে ১৪৪ ভোট।

প্যারিসের বাংলাদেশ দূতাবাস মানবজমিনকে এ তথ্য নিশ্চিত করেছে। জানিয়েছে, অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া, ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা এবং পাকিস্তানও বিজয়ী হয়েছে। এ সংক্রান্ত দূতাবাসের বিবৃতিতে বলা হয়, এই জয়ের ফলে বাংলাদেশ দুই বছরের বিরতিতে আগামী ২০২৩-২৭ মেয়াদে পর্ষদে অন্তর্ভুক্ত হলো। ইতোপূর্বে বাংলাদেশ ২০২২ সালে অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্য সংক্রান্ত আন্তঃরাষ্ট্রীয় কমিটি এবং ২০২৩ সালে আন্তঃ রাষ্ট্রীয় সমুদ্র কমিশনের নির্বাচনে জয়লাভ করে। শিক্ষামন্ত্রী দীপু মনির নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদল এই সাধারণ সভায় অংশগ্রহণ করে।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় শিক্ষামন্ত্রী বলেন, এই জয় বিগত দেড় দশকে আন্তর্জাতিক ও কূটনৈতিক অঙ্গনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের সুদৃঢ় কূটনৈতিক অগ্রযাত্রার ফল। বাংলাদেশকে সমর্থনের জন্য ইউনেস্কো সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শিক্ষামন্ত্রী প্যারিস্থ বাংলাদেশ দূতাবাসের সক্রিয় কূটনীতির প্রশংসা করেন। বলেন, বিজয়ী বাংলাদেশ টেকসই উন্নয়ন অভীষ্ট বাস্তবায়নে সকল সদস্য রাষ্ট্রের সাথে সমন্বয় করে কাজ করবে।

এর আগে গত সোমবার বাংলাদেশ তার নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে ইউনেস্কোতে কূটনৈতিক সন্ধ্যার আয়োজন করে যেখানে টেকসই উন্নয়ন অভীষ্টের মূল পাঁচটি ভিত্তির আলোকে বাংলাদেশের কার্যক্রম তুলে ধরা হয়। এই জয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের নিরপেক্ষ, বস্তুনিষ্ঠ ও নৈতিক কূটনীতির আরও একটি সাফল্য হিসেবে দেখছেন ইউনেস্কোতে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত খন্দকার এম তালহা। উল্লেখ্য, স্বাধীনতার পর ১৯৭২ সালে যোগদানকৃত প্রথম আন্তর্জাতিক সংস্থা হিসেবে ইউনেস্কোতে বাংলাদেশ শিক্ষা, সংস্কৃতি, বিজ্ঞান ও প্রযুক্তি খাতে গভীরভাবে সংযুক্ত রয়েছে।

Check Also

শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়াল ভারত

শেরপুর নিউজ ডেস্ক: দিল্লিতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়েছে ভারত। গত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three + 20 =

Contact Us