ধুনট (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার ধুনট উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নের চুনিয়াপাড়া গ্রামের ছফুরা খাতুন (৩৬) নামের স্বামী পরিত্যক্তা এক বুদ্ধিপ্রতিবন্ধী নারীর ৩ সদস্যর পরিবার ৫দিন ধরে নিজ বাড়িতে অবরুদ্ধ রয়েছেন। জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজন প্রতিবন্ধকতা সৃষ্টির জন্য বাড়ি থেকে বের হওয়ার রাস্তায় বাঁশের বেড়া দিয়েছে। ফলে বাড়ি থেকে বের হতে না পেরে দুর্বিষহ জীবন যাপন করছেন হতদরিদ্র পরিবারের সদস্যরা।
এ ঘটনার প্রতিকার চেয়ে আজ বৃহস্পতিবার (১৬ নভেম্বর) বিকেলে ভুক্তভোগী ওই নারী বাদি হয়ে ধুনট থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। ওই অভিযোগে উপজেলার গোসাইবাড়ি পূর্বপাড়ার মিরাজ উদ্দিনের ছেলে আনোয়ার হোসেন বিপ্লবসহ ৬ জনকে আসামি করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, চুনিয়াপাড়া গ্রামের সোহরাব উদ্দিনের মেয়ে ছফুরা খাতুনের বাড়ি ছিল উপজেলার যমুনা পাড়ের উত্তর শহড়াবাড়ি গ্রামে। যমুনা নদীর ভাঙনে প্রায় ২৫ বছর আগে ছফুরা খাতুনের বসতভিটা নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ায় সর্বস্ব হারিয়ে বস্তুহারা পরিবারটি চুনিয়াপাড়া গ্রামে ১৬শতক জমি কিনে সেখনে বাড়িঘর করে বসবাস করে আসছিলেন।
এ অবস্থায় পূর্ব বিরোধের জের ধরে আনোয়ার হোসেন বিপ্লব ও তার লোকজন ছফুরা খাতুনকে ওই বাড়ি থেকে উচ্ছেদ করে জমি দখলের জন্য গত ১২নভেম্বর দুপুরে ছফুরা খাতুনের বাড়িতে আড়াআড়ি ভাবে বাঁশের বেড়া দিয়ে ৭শতক জমি দখলে নেয়। বেড়া দেওয়ায় পরিবারটির বাড়িতে যাতায়াতে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়ে স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে।
এ বিষয়ে আনোয়ার হোসেন বিপ্লব জানান, ১৬ শতক জমির মধ্যে ওয়ারিশের কাছ থেকে ৭ শতক জমি কিনে নিয়ে তা দখলে নিয়েছি। এক্ষেত্রে বাঁশের বেড়া দিয়ে জমির সীমানা নির্ধারণ করা হয়েছে। এ কারণে পরিবারটির চলাচলে সাময়িকভাবে কিছুটা সমস্যা হয়েছে। পরিবেশ ভাল হলে বেড়া খুলে দেওয়া হবে।
ধুনট থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মতিন বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। দ্রত সময়ের মধ্যে সরেজমিন তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।