শেরপুর নিউজ ডেস্ক: বিএনপিসহ বেশ কিছু দল প্রত্যাখ্যান করলেও তপশিল ঘোষণার মধ্য দিয়ে দেশজুড়ে বইতে শুরু করেছে নির্বাচনী হাওয়া। আগামী ৭ জানুয়ারির নির্বাচনে অংশ নেওয়ার জন্য এরই মধ্যে প্রস্তুতি শুরু করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ও তাদের শরিকরা। অন্যদিকে বর্তমান সরকারের অধীনে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্তে অনড় বিএনপি ও তাদের মিত্ররা। আবার বেশ কিছু দল এখন পর্যন্ত তাদের অবস্থান পরিষ্কার করেনি। পরিস্থিতির নাটকীয় পরিবর্তন না হলে ঘোষিত তপশিলে শেষ পর্যন্ত কতগুলো রাজনৈতিক দল অংশগ্রহণ করবে—তা নিয়ে সব মহলে চলছে জল্পনা-কল্পনা।
বিভিন্ন পর্যায়ে খোঁজ নিয়ে জানা গেছে, নির্বাচন কমিশনের নিবন্ধিত ৪৪টি রাজনৈতিক দলের মধ্যে এখন পর্যন্ত ৩০টি দল নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে ইতিবাচক অবস্থানে রয়েছে। আর নির্বাচনে না যাওয়ার প্রশ্নে অনড় বিএনপিসহ ১৪টি দল। এর মধ্যে কোনো কোনো দল শেষ পর্যন্ত নিজেদের অবস্থান পরিবর্তন করতে পারে বলেও আভাস মিলেছে। সবকিছুই আগামী কয়েক দিনের রাজনৈতিক পরিস্থিতির ওপর নির্ভর করছে।
জানা গেছে, সরকার পতনের একদফা দাবিতে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে আছে মোট ৪৪টি দল। এর মধ্যে নির্বাচন কমিশনে নিবন্ধিত দলের সংখ্যা আটটি। অন্যদিকে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলেও নিবন্ধিত আটটি রাজনৈতিক দল রয়েছে।
গত বুধবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। সে অনুযায়ী, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য আগামী ৩০ নভেম্বর পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। ১ থেকে ৪ ডিসেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। এরপর কোনো প্রার্থী ইচ্ছা করলে ১৭ ডিসেম্বর পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন। আর চূড়ান্ত প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হবে ১৮ ডিসেম্বর। আগামী ৭ জানুয়ারি এই নির্বাচনের ভোট গ্রহণ করা হবে।
জাতীয় সংসদ নির্বাচন পরিস্থিতি নিয়ে কথা বলার জন্য যোগাযোগ করা হলে সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, ‘তপশিল ঘোষণা নিয়ে আমার চারটি প্রশ্ন আছে। প্রথমত, এই নির্বাচনর সম্পন্ন হলে অতীতের দুটি নির্বাচনের কারণে সৃষ্ট বর্তমান সরকারের বৈধতার সংকট দূরীভূত হবে কি না? দ্বিতীয়ত, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও প্রতিদ্বন্দ্বিতামূলক একটি জাতীয় সংসদ নির্বাচনের যথাযথ পরিবেশ সৃষ্টি করা ‘বাংলাদেশ নির্বাচন কমিশনের’ সাংবিধানিক দায়িত্ব। আহূত নির্বাচন করার মধ্য দিয়ে কি ‘আউয়াল কমিশনের’ সাংবিধানিক দায়িত্ব পালন করা হবে? তৃতীয়ত, এই নির্বাচন করার মধ্য দিয়ে কি ক্ষমতাসীন দল আওয়ামী লীগের জনপ্রিয়তা বাড়বে? এবং চতুর্থত, এই নির্বাচনের পর বাংলাদেশে কি গণতন্ত্র শক্তিশালী ও কার্যকর হবে?’
দেশে নির্বাচনের পরিবেশ রয়েছে বলে মনে করেন বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক ড. হারুন অর রশিদ। তিনি বলেন, ‘তপশিল ঘোষণার পর একে একে রাজনৈতিক দলগুলো নির্বাচনমুখী হবে। মানুষও নির্বাচন নিয়ে ব্যস্ত হয়ে যাবে। বিএনপি যদি সত্যিকারের গণতন্ত্র চর্চায় বিশ্বাসী দল হয়ে থাকে, তাহলে আন্দোলন থেকে সরে এসে নির্বাচনে অংশ নেবে।’
তবে বিএনপিকে বাইরে রেখে নির্বাচন হলে তা গ্রহণযোগ্য হবে না বলে মনে করেন আরেক রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক ড. দিলারা চৌধুরী। তিনি বলেন, ‘প্রধান বিরোধী দল বিএনপিকে জেলে রেখে তপশিল ঘোষণা করা মানেই হলো একটি প্রহসনমূলক নির্বাচনের দিকে দেশ এগিয়ে যাচ্ছে। এর মধ্য দিয়ে রাজনৈতিক সংকট আরও বাড়বে।’
নিবন্ধিত ৪৪ দলের মধ্যে অংশ নেবে ৩০টি : নির্বাচন কমিশনে (ইসি) নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৪৪টি। এর মধ্যে ৩০টি রাজনৈতিক দল নির্বাচনের অংশ নেওয়ার বিষয়ে ইতিবাচক। এর মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগ, জাতীয় পার্টি-জেপি, বাংলাদেশের সাম্যবাদী দল (এম.এল), কৃষক শ্রমিক জনতা লীগ, গণতন্ত্রী পার্টি, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, বিকল্পধারা বাংলাদেশ, জাতীয় পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ, জাকের পার্টি, বাংলাদেশ তরিকত ফেডারেশন এবং বাংলাদেশ খেলাফত আন্দোলন নির্বাচনে অংশ নেবে। এই দলগুলো আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের অন্তর্ভুক্ত।
এ ছাড়া বাংলাদেশ মুসলীম লীগ, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি), জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, গণফোরাম, গণফ্রন্ট, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (বাংলাদেশ ন্যাপ), বাংলাদেশ জাতীয় পার্টি, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ), বাংলাদেশ কংগ্রেস, তৃণমূল বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) এবং বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) নির্বাচনে অংশ নেওয়ার সম্ভাবনা বেশি।
নির্বাচনে না যাওয়ার পক্ষে ১৪টি দল : নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর মধ্যে বর্তমান পরিস্থিতিতে নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছে বিএনপি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), জেএসডি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), বিজেপি, কল্যাণ পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, খেলাফত মজলিস ও বাংলাদেশ মুসলীম লীগ-বিএমএল। এ ছাড়া বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল (বাংলাদেশ জাসদ), এনডিএম এবং ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশও নির্বাচনে না যাওয়ার পক্ষে।
এদিকে নিবন্ধন বাতিল হওয়া জামায়াতে ইসলামীর নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে ধোঁয়াশা রয়েছে। সরকারের অনুমতি না পেলেও গত ২৮ অক্টোবর রাজধানীতে শান্তিপূর্ণ সমাবেশ করার পর থেকে গুঞ্জন উঠেছে, দলটির নেতারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে পারেন।
ঘোষিত তপশিলে নির্বাচনে না যাওয়ার কথা জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেন, ‘নির্বাচন কমিশন যে পরিস্থিতিতে তপশিল ঘোষণা করেছে, তাতে এটা অত্যন্ত স্পষ্ট যে, তারা সরকারের ইচ্ছারই প্রতিফলন ঘটিয়েছে। বিরোধী রাজনৈতিক দলগুলোর প্রতি কোনো কর্ণপাত না করেই তপশিল ঘোষণা প্রমাণ করে যে, এই সরকার একদলীয় নির্বাচনে বিরোধী দলকে স্টিম রোল করার জন্য নির্বাচন করছে।’
বিএনপির যুগপতে নিবন্ধিত দল আটটি: বিএনপির নেতৃত্বাধীন যুগপতে ৪২টির মতো দল থাকলেও এর মধ্যে মাত্র আটটির নিবন্ধন আছে। দলগুলো হলো—বিএনপি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপি (পার্থ), ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিএম), বাংলাদেশ মুসলীম লীগ (বিএমএল), কল্যাণ পার্টি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি এবং জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি।
বিএনপির সঙ্গে থাকা গণতন্ত্র মঞ্চের ছয়টি রাজনৈতিক দলের মধ্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ও জেএসডি নিবন্ধিত। এই জোটের শরিক গণসংহতি আন্দোলন ও নাগরিক ঐক্যের নিবন্ধন না থাকলেও সাংগঠনিকভাবে কিছুটা শক্তিশালী।
যুগপতের মিত্র ১২দলীয় জোটের বাংলাদেশ মুসলিম লীগ (বিএমএল) ও কল্যাণ পার্টি নিবন্ধিত। এর বাইরে জাতীয় পার্টি (কাজী জাফর) ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ কিছুটা শক্তিশালী।
জাতীয়তাবাদী সমমনা জোটের শরিক ১০ দলের কারোরই নিবন্ধন নেই। সাংগঠনিকভাবে তাদের অবস্থান মজবুত নয়।
গণতান্ত্রিক বাম ঐক্যের চার দলের মধ্যে নিবন্ধন নেই একটিরও। এ ছাড়া যুগপৎ আন্দোলনে আছে নিবন্ধিত দল এলডিপি, বিজেপি ও এনডিএম। এর বাইরে এবি পার্টি ও গণঅধিকার পরিষদের দুই অংশ এবং গণফোরামের একাংশ পৃথকভাবে যুগপৎ আন্দোলন করছে বিএনপির সঙ্গে। এসব দল নিবন্ধন পায়নি।
নির্বাচন বিষয়ে বিজেপি চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেন, ‘এই সরকার নির্বাচন করে ফেললেও টিকবে না। বর্তমান দেশের এই পরিস্থিতিতে রাষ্ট্রপতির পক্ষ থেকে সংলাপ আয়োজন করা দরকার। প্রয়োজনে তপশিল পেছাতে হবে। এতে সংলাপের ফল ইতিবাচক না হলেও অন্তত দেশে রাজনৈতিক নর্মগুলো বিদ্যামান থাকবে।’
১৪ দলে নিবন্ধিত আটটি : ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটে রাজনৈতিক দলের সংখ্যা ১২টি। এর মধ্যে নিবন্ধিত আটটি রাজনৈতিক দল হলো আওয়ামী লীগ, সাম্যবাদী দল, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), গণতন্ত্রী পার্টি, ন্যাপ, তরিকত ফেডারেশন, জেপি-মঞ্জু ও ওয়ার্কার্স পার্টি। এ ছাড়া গণতান্ত্রিক মজদুর পার্টি, গণআজাদী লীগ, কমিউনিস্ট কেন্দ্র ও বাসদের নিবন্ধন নেই।
বিএনপিকে বাদ রেখে নির্বাচন কতটা অংশগ্রহণমূলক হবে এমন প্রশ্নে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক দৈনিক কালবেলাকে বলেন, ‘নির্বাচন কমিশনের নিবন্ধিত বেশিরভাগ রাজনৈতিক দল নির্বাচনে অংশ নেবে বলে আমরা আশাবাদী। গণতান্ত্রিক প্রক্রিয়ায় যারা বিশ্বাস করে তাদের প্রত্যেকেই নির্বাচনে অংশ নেবে বলে আমাদের বিশ্বাস।
জাসদ সভাপতি হাসানুল হক ইনু দৈনিক কালবেলাকে বলেন, ‘নির্বাচনের তপশিল ঘোষণার মধ্য দিয়ে দেশের সর্বোচ্চ আইন সংবিধান সমুন্নত থাকল, সংবিধানের প্রাধান্য সংরক্ষিত হলো, নির্বাচন বিরোধী দেশি-বিদেশি ষড়যন্ত্রকারীরা ও সন্ত্রাসবাদী শক্তি পরাজিত হলো।’
বাম জোটে নিবন্ধিত দুই দল: গণতান্ত্রিক বাম জোটে আছে পাঁচটি রাজনৈতিক দল। তারা হলো—বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), বাসদ (মার্ক্সবাদী) এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টি। এই জোটের সঙ্গে যুগপৎ আন্দোলনে আছে আরও দুটি ছোট দল ও একটি সমমনা রাজনৈতিক জোট। এর মধ্যে (সিপিবি) ও বাসদ ছাড়া অন্য দলগুলোর নির্বাচন কমিশনের নিবন্ধন নেই। নির্দলীয় নিরপেক্ষ তদারকি সরকারের দাবি আদায় না হলে এই জোট আগেই নির্বাচনে না আসার ঘোষণা দিয়েছে।
তপশিল ঘোষণার পর তাদের সিদ্ধান্তে কোনো পরিবর্তন হয়েছে কি না—জানতে চাইলে সিপিবি সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, ‘নির্দলীয় তদারকি সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচন হবে না। তাই পাতানো নির্বাচন থেকে বাম জোট দূরে থাকবে।’