শেরপুর নিউজ ডেস্ক: বিএনপি ও সমমনা বিরোধী দলের ডাকা হরতালের কারণে রোববার (১৯ নভেম্বর) ও সোমবারের (২০ নভেম্বর) অনুষ্ঠিতব্য সব পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়।
শনিবার (১৮ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে পরীক্ষার্থীদের এ তথ্য জানিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। স্থগিত হওয়া এসব পরীক্ষার সংশোধিত তারিখ পরবর্তীতে জানানো হবে। তবে পরীক্ষার পূর্বঘোষিত অন্যান্য তারিখ ও সময়সূচি অপরিবর্তিত থাকবে।