Home / বগুড়ার খবর / সারিয়াকান্দি / বগুড়া -১ আসনে আ’লীগের দলীয় মনোনয়ন ফরম কিনেছেন ম. রাজ্জাক

বগুড়া -১ আসনে আ’লীগের দলীয় মনোনয়ন ফরম কিনেছেন ম. রাজ্জাক

শেরপুর নিউজ ডেস্ক: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-১ ( সারিয়াকান্দি -সোনাতলা) আসনের জন্য নৌকার মনোনয়ন ফরম কিনেছেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি ম. আব্দুর রাজ্জাক। শনিবার (১৮ নভেম্বর) বিকেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে এ ফরম সংগ্রহ করেন তিনি।

তিনি সারিয়াকান্দি ও সোনাতলার দলীয় নেতৃবৃন্দ, জনপ্রতিনিধিদের সাথে নিয়ে মিছিল সহকারে সেখানে যান।
এসময় উপস্থিত ছিলেন সারিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা রেজাউল করিম মন্টু, সারিয়াকান্দি পৌরসভার মেয়র মতিউর রহমান মতি, জেলা পরিষদ সদস্য আব্দুর রশিদ ফারাজি,সোনাতলা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাকির হোসেন, সারিয়াকান্দির ফুলবাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়ারুত তারিক মোহাম্মদ, সদর ইউপি চেয়ারম্যান আব্দুল কাফি মন্ডল, চালুয়াবাড়ি ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম বাদশা, কুতুবপুর ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম সুজন,বোহাইল ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, কামালপুর ইউপি চেয়ারম্যান রাশেদুজ্জামান রাসেল, বগুড়া জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জুলফিকার রহমান শান্ত, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সদস্য মেহেদী হাসান রবিন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন সাজু, উপ সম্পাদক আহসান হাবিব বাঁধন, বগুড়া
জেলা ছাত্রলীগ সভাপতি সজীব সাহা, সাধারণ সম্পাদক আল মাহিদুল ইসলাম জয়, সারিয়াকান্দি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফিরোজ, সাধারণ সম্পাদক সোহান সাগর, উপজেলা ছাত্রলীগের সভাপতি হাবিব এবং সাধারণ সম্পাদক পলাশ আহমেদ সহ দলীয় নেতৃবৃন্দ।

এসময় ম. আব্দুর রাজ্জাক বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে পুনরায় নৌকায় ভোট দিবেন দেশের মানুষ। জনগণের দ্বারপ্রান্তে উন্নয়নের সুফল পৌঁছে দিতে নৌকা মার্কার মনোনয়ন প্রত্যাশা করছি। মনোনয়ন পেলে বিপুল ভোটে বিজয়ী হবেন বলে তিনি প্রত্যাশা করেন। সারিয়াকান্দি ও সোনাতলার মানুষের পাশে আমৃত্যু থাকবেন তিনি। নদী ভাঙন রোধে স্থায়ী পদক্ষেপ গ্রহণ করে ভাঙনের হাত থেকে দুই উপজেলার মানুষদের রক্ষায় ব্যবস্থা নিবেন। এছাড়া নৌকা মার্কা যাকেই দেয়া হবে তাকে বিজয়ী করতে অগ্রনী ভূমিকা পালন করবেন বলে জানান।

Check Also

সারিয়াকান্দি পৌরসভার প্রশাসক হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন ইউএনও

রহিদুর রহমান মিলন, সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সারিয়াকান্দি পৌরসভার প্রশাসক হিসেবে দায়িত্বভার গ্রহন করেছেন সারিয়াকান্দি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 − twelve =

Contact Us