শেরপুর নিউজ ডেস্ক: একতরফা তফসিল ঘোষণার প্রতিবাদে ও সরকার পতনের দাবিতে বিরোধী জোটের ডাকা ষষ্ঠ দফায় ৪৮ ঘণ্টার হরতাল শুরু হচ্ছে আজ। এর আগেই রাতে রাজধানীর গুলিস্তান, মিরপুর ও ধানমন্ডিতে তিনটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
শনিবার (১৮ নভেম্বর) দিনগত রাতে এসব আগুন দেয়ার এসব ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, শনিবার রাত ১২টার দিকে ধানমন্ডি ল্যাবএইডের সামনে একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে পলাশী ব্যারাক ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের সংবাদ পাওয়া যায়নি।
অন্যদিকে রাত ১২টা ১০ মিনিটে মিরপুর কালশী রোডে একটি বসুমতি পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। পল্লবী ফায়ার স্টেশনের দুটি ইউনিট অগ্নি নির্বাপন করে বলে জানায় ফায়ার সার্ভিস।
রাজধানীর গুলিস্তানে টোল প্লাজার সামনে কমল পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে এই আগুন দেয়ার ঘটনা ঘটে। আগুন লাগার খবর পেয়ে ৭টা ৪৮ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায় সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের দুটি ইউনিট।