সর্বশেষ সংবাদ
Home / পড়াশোনা / নতুন কারিকুলামের সামষ্টিক মূল্যায়ন মনিটরিংয়ের নির্দেশ

নতুন কারিকুলামের সামষ্টিক মূল্যায়ন মনিটরিংয়ের নির্দেশ

শেরপুর নিউজ ডেস্ক: নতুন কারিকুলামের আলোকে ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম সরেজমিনে মনিটরিং করে গুগল ডকস্ এ তথ্য পাঠানোর নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) অধিদফতর। রবিবার (১৯ নভেম্বর) এ সংক্রান্ত আদেশ জারি করে তা দেশের সব জেলা ও উপজেলা শিক্ষা কর্মকর্তাদের বাস্তবায়ন করতে বলা হয়েছে।

আদেশ বলা হয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের আওতাধীন মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানসমূহে নতুন কারিকুলামের আলোকে ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের বার্ষিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম চলমান রয়েছে। উল্লিখিত সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম যথাযথ নিয়মে হচ্ছে কিনা তা সরেজমিন মনিটরিং করা প্রয়োজন। সে লক্ষ্যে মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানসমূহের মধ্যে কমপক্ষে তিনটি প্রতিষ্ঠানের ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের বার্ষিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম পরিদর্শন করে সংযুক্ত গুগল ফর্ম লিংকের মাধ্যমে আগামী ২৭ নভেম্বরের মধ্যে তথ্য পাঠানোর নির্দেশনা দেওয়া হলো।

সংশ্লিষ্ট জেলা শিক্ষা কর্মকর্তা ও তার অধীন উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তারা নিজে এবং তাদের আওতাধীন পরিদর্শনকারী কর্মকর্তাদের সঠিকভাবে উল্লিখিত সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম পরিদর্শন করে সংযুক্ত গুগল ফর্ম লিংকের মাধ্যমে তথ্য প্রেরণের বিষয়টি নিশ্চিত করবেন।

Check Also

এসএসসির ফরম পূরণ শুরু ১ ডিসেম্বর

শেরপুর নিউজ ডেস্ক: ২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিতে শিক্ষার্থীদের ফরম পূরণ আগামী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × two =

Contact Us