ধুনট (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার ধুনট উপজেলায় বাড়ির ১০০ মিটার দূরে ভুট্টার খেত থেকে আজ সোমবার (২০ নভেম্বর) তাজমুল আকন্দ (৩৫) নামে এক রিক্সা চালকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। তাজমুল উপজেলার নিজনাটাবাড়ি গ্রামের আব্দুস সামাদের ছেলে এবং সে মাদকাসক্ত ছিল বলে পারিবারিক সূত্র বলেছে।
থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রিক্সাচালক তাজমুল গতকাল রোববার রাত ৯টার দিকে নাটাবাড়ি বটতলায় একটি দোকান চা পান করতে গিয়ে আর বাড়িতে ফিরে আসেননি। এ অবস্থায় সোমবার সকালের দিকে স্থানীয়রা ভুট্টা খেতের ভেতর তাজমুলের মৃতদেহ পড়ে থাকতে দেখে তার স্বজনদের খবর দেন। খবর পেয়ে পরিবারের লোকজন তাজমুলের মৃতদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে দাফনের প্রস্তুতি নেন।
এ সময় থানা পুলিশ সংবাদ পেয়ে বাড়ি থেকে তাজমুলের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করে। নিহত তাজমুলের স্ত্রী রঞ্জনা খাতুন জানান, তার স্বামী দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিল।
মাদক কেনার টাকার জন্য বাড়িঘর পর্যন্ত বিক্রি করে দিয়েছে। তাই সে প্রায় ২বছর ধরে স্বামীর বাড়ি ছেড়ে তিন সন্তান নিয়ে ঢাকায় অবস্থান করছে।
এ কারণে স্বামীর সাথে তার যোগাযোগ ছিল না। কী কারণে তাজমুল মারা গেছে তা সে বলতে পারছে না। একই কথা বলেছে তাজমুলের বড় ছেলে আইয়ুব আলী। সে জানায় বাবা প্রতিদিন মুঠোফোনে আমার কাছ থেকে মাদক কেনার টাকা চাইতো। একারণে বাবার সাথে পরিবারের যোগাযোগ বন্ধ ছিল। আমার বাবার মৃত্যুর বিষয়ে কোন অভিযোগ নেই।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, তাজমুলের শরীরের কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তার মৃত্যুর বিষয়ে পরিবারের কোন অভিযোগ নেই।