সর্বশেষ সংবাদ
Home / বিদেশের খবর / ইসরাইলের হামলায় একদিনে ৭০ ফিলিস্তিনি নিহত

ইসরাইলের হামলায় একদিনে ৭০ ফিলিস্তিনি নিহত

শেরপুর নিউজ ডেস্ক: ইসরাইলি বিমান হামলায় গাজার দক্ষিণাঞ্চলে অন্তত ৭০ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে ডক্টরস উইদাউট বর্ডারস (এমএসএফ)। রবিবার (২০ নভেম্বর) সংস্থাটি জানিয়েছে, আহতদের চিকিৎসার জন্য নিকটস্থ নাসের মেডিকেল কমপ্লেক্সে নেওয়া হয়েছে। সেখানে শিশুসহ কয়েক ডজন রোগীকে গুরুতর দগ্ধ অবস্থায় চিকিৎসা দেওয়া হয়েছে। খবর মিডল ইস্ট আই।
ইসরাইলের এ হামলায় আরও ১২২ জন আহত হয়েছে। ডক্টরস উইদাউট বর্ডারস জানায়, অতিরিক্ত রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন নাসের মেডিকেল কমপ্লেক্সের চিকিৎসকরা।
এদিকে হামাসের বিরুদ্ধে অবরুদ্ধ গাজা উপত্যকার বৃহত্তম আল-শিফা হাসপাতালে ইসরাইলি এক সেনার মৃত্যুদণ্ড কার্যকর ও দুই বিদেশিকে জিম্মি করে রাখার অভিযোগ করেছে ইসরাইল। চার সপ্তাহের বেশি সময় ধরে চলমান ধ্বংসাত্মক যুদ্ধের মাঝে ইসরাইল রোববার এ অভিযোগ করেছে।
যুদ্ধে উদ্বাস্তু হয়ে পড়া হাজার হাজার ফিলিস্তিনি আল-শিফায় আশ্রয় নিয়েছিলেন। গত সপ্তাহে ইসরাইলি সেনারা এ হাসপাতালে হামাসের গোপন আস্তানা রয়েছে জানিয়ে সেখানে সামরিক অভিযান শুরু করে। এরপর হাসপাতাল থেকে শত শত মুমূর্ষু রোগী ও আহত লোকজনকে সরিয়ে নেওয়া হয়। প্রসঙ্গত, ইসরাইলের হামলায় এ পর্যন্ত গাজায় ফিলিস্তিনি নিহতের সংখ্যা ১৩ হাজার ছাড়িয়েছে।

Check Also

সর্বকনিষ্ঠ প্রেস সেক্রেটারি পেল হোয়াইট হাউস

শেরপুর নিউজ ডেস্ক: মার্কিন ইতিহাসে হোয়াইট হাউসের সর্বকনিষ্ঠ প্রেস সেক্রেটারি পদে নিয়োগ পেয়েছেন ২৭ বছর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 + four =

Contact Us