শেরপুর নিউজ ডেস্ক: বঙ্গবন্ধু অষ্টম প্রেসিডেন্ট কাপ ফেন্সিং টুর্নামেন্টে বাঙলা কলেজ ফেন্সিং ক্লাবের পক্ষে অংশ নিয়ে বগুড়ার মেয়ে হিসেবে প্রথমবারের মতো ব্রোঞ্জ জয় করেছেন সোনাতলা উপজেলার রানীরপাড়া গ্রামের সুমাইয়া আক্তার মিম।
গত ১৫ নভেম্বর শুরু হয়ে ১৯ নভেম্বর পর্যন্ত চারদিনের টুর্নামেন্টে বাংলাদেশ আনসার, মিরপুর ফেন্সিং টিমসহ আরও অনেক ক্লাব অংশ নেয়। ঢাকা মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মাধ্যমে আসরের সমাপ্ত হয়। এর আগে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
বগুড়া জেলার সোনাতলা উপজেলার রানীরপাড়া গ্রামের মো: আব্দুল মজিদ ও রফিজা আক্তার স্বপ্নার মেয়ে মিম। এক ভাই দুই বোনের মধ্যে তিনি দ্বিতীয়। মিম ঢাকা বাঙলা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শেষ করেও বর্তমানে ইডেন মহিলা কলেজে ইতিহাস বিভাগে দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। মিম বর্তমানে আর্চারি গেম, অলিম্পিক গেমস সেপাক টাকরো খেলেছে।
ব্রোঞ্জ পদক প্রাপ্তিতে মিম বলেন, ‘আমি খুবই আনন্দিত। ইনশাআল্লাহ পরবর্তীতে গোল্ড মেডেল এবং ইন্টারন্যাশনাল পর্যায়ে গেলে দেশের জন্য পদক নিয়ে আসবো। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেনো দেশের মুখ উজ্জ্বল করতে পারি।
Check Also
শেরপুরে সমবায় দলের পথসভা অনুষ্ঠিত
শেরপুর নিউজ ডেস্ক: একটি রাজনৈতিক দল বিএনপির বিরুদ্ধে মিথ্যাচার করছেন বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী …