সর্বশেষ সংবাদ
Home / খেলাধুলা / শক্তিধর লেবাননকে রুখে দিল বাংলাদেশ

শক্তিধর লেবাননকে রুখে দিল বাংলাদেশ

 

শেরপুর নিউজ ডেস্ক: এএফসি বিশ্বকাপ বাছাইপর্বের দ্বিতীয় পর্বের ম্যাচে মঙ্গলবার (২১ নভেম্বর) লেবাননের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে লাল-সবুজ প্রতিনিধি দল। বসুন্ধরা কিংসের ঘরোয়া মাঠ কিংস অ্যারেনায় অনুষ্ঠিত হওয়া এ ম্যাচটি দর্শক কানাই কানাই পরিপূর্ণ ছিল। বলা বাহুল্য, বাংলাদেশের চেয়ে ফিফা র‌্যাঙ্কিয়ে ৭৯ ধাপ এগিয়ে লেবানন। বাংলাদেশের বর্তমান র‌্যাঙ্কিং ১৮৩ এবং লেবাননের র‌্যাঙ্কিং ১০৪।
তাই গ্যালারি ভর্তি দর্শকেরাই লেবাননের বিপক্ষে বাংলাদেশ দলের বড় শক্তি। প্রথমার্ধ গোল শুণ্য ড্র হলেও দ্বিতীয়ার্ধের ৬৭ মিনিটে গোলকিপার শ্রাবনের অহেতুক এক ভুলে প্রথম গোল পেয়ে যায় লেবানন। ১-০ গোলে পিছিয়ে পড়ার ৫ মিনিটের মধ্যে গোল পরিশোধ করে হ্যাভিয়ের কাবরেরার শিষ্যরা। ৭২ মিনিটে ডি বক্সের বাইরে থেকে দুর্দান্ত এক শটে দলকে ১-১ গোলে সমতায় ফেরান মোরসালিন।
কিংস অ্যারেনায় সন্ধ্যা পৌনে ৬টায় শুরু ম্যাচে বাংলাদেশ দল খেলতে নেমেছে চারটি পরিবর্তন নিয়ে। মেলবোর্নে ১৬ নভেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বশেষ ম্যাচে যে একাদশ নামিয়েছিলেন হ্যাভিয়ের কাবরেরা, তার চারজন ছিলেন না আজকের একাদশে। রক্ষণে হাসান মুরাদের জায়গায় নামানো হয়েছে শাকিল হোসেনকে। দুই হলুদ কার্ডের কারণে এই ম্যাচে মাঠের বাইরে থাকা আরেক ডিফেন্ডার সাদ উদ্দিনের জায়গায় সুযোগ পেয়েছেন ইসা ফয়সাল।

এছাড়া একই কারণে আগের ম্যাচে মাঠের বাইরে থাকা উইঙ্গার রাকিব হোসেনের জায়গায় এসেছেন শেখ মোরসালিন। এছাড়া লাল কার্ডের কারণে অস্ট্রেলিয়া ম্যাচ খেলতে না পারা মিডফিল্ডার মজিবর রহমান জনির পরিবর্তে একাদশে ফিরেছেন সোহেল রানা জুনিয়র। কিংস অ্যারেনায় খেলতে নেমে প্রথমার্ধকোনো দলই তখনো গোল করতে পারেনি।

তবে আক্রমণের ধার লেবাননেরই বেশি। দ্বিতীয়ার্ধের শুরুতেও তা অব্যাহত থাকে। আর এর পুরো কৃতিত্ব বাংলাদেশি ডিফেন্ডারদের। ম্যাচের ৬৭ মিনিটে গোলকিপার শ্রাবনের ভুল লেবাননকে ম্যাচে এগিয়ে দেয়। বক্সের মধ্যে বল লুফে নিতে ব্যর্থ হন গোলকিপার শ্রাবন। আর সেই সুযোগটিই কাজে লাগান লেবানিজ মাজেদ ওসমান। তার ৫ মিনিট পরই পুরো স্টেডিয়ামকে আনন্দের সাগরে ভাসান সদ্য নিষেধাজ্ঞা থেকে ফেরা শেখ মোরসালিন। গোল করে গ্যালারিতে দর্শকদের সাথে আনন্দ ভাগাভাগি করে নেন তিনি। যার জন্য হলুদ কার্ডও দেখতে হয় তাকে।

 

Check Also

ওয়েস্ট ইন্ডিজ সফরের নারী দল ঘোষণা করলো বাংলাদেশ

শেরপুর নিউজ ডেস্ক: তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে চলতি মাসেই ওয়েস্ট ইন্ডিজ সফর করবে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 − four =

Contact Us