শেরপুর নিউজ ডেস্ক: বিয়ে করে আমেরিকায় থিতু হয়েছেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। একে একে বিক্রি করে দিচ্ছেন তার মুম্বাইয়ের সম্পত্তি। তাই ভক্তদের মনে প্রশ্ন, পাকাপাকিভাবেই কি ভারত ছাড়তে চলেছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা?
চলতি বছর কিছু বলিউড তারকার বিষয়ে বেশ কয়েকবার বিস্ফোরক মন্তব্য করে সমালোচিত হন প্রিয়াঙ্কা। তিনি এও বলেছিলেন যে, বলিউডে কোণঠাসা হওয়ার কারণে হলিউডে যেতে হয়েছিল তাকে।
গত মাসে মুম্বাইয়ে থাকা নিজের দুটি ফ্ল্যাট বিক্রি করে দিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া । পরিচালক অভিষেক চৌবেকের কাছে তিনি সেগুলো বিক্রি করেছেন বলে জানিয়েছিল হিন্দুস্তান টাইমস। সেগুলোর একটির দাম প্রায় ২.২৩ কোটি রুপি, অন্যটি ৩.৭৫ কোটি। এর আগে এপ্রিল মাসে লোখান্ডওয়ালার আরেকটি ফ্ল্যাট ৭ কোটি রুপিতে বিক্রি করেছিলেন এই অভিনেত্রী।
সর্বশেষ ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’ নামে একটি হিন্দি চলচ্চিত্রে কাজ করেছেন প্রিয়াঙ্কা। সম্প্রতি ফারহান আখতার পরিচালিত ‘জি লে জারা’ থেকেও সরে দাঁড়িয়েছেন এই চিত্রনায়িকা। তার সরে দাঁড়ানোর বিষয়ে নির্মাতা এক সাক্ষাৎকারে বলেন, ‘আমাদের তারিখ নিয়ে সমস্যা হচ্ছে। বিশেষ করে হলিউডের ধর্মঘটে প্রিয়াঙ্কার অ্যাপয়েন্টমেন্টগুলো এলোমেলো হয়ে গেছে। সব মিলিয়ে একটা গোলমাল হয়েছে। আমি বিশ্বাস করি, সিনেমার নিজস্ব একটা ভাগ্য আছে। তাই যখন হবে, তখন দেখা যাবে’।
জানা গেছে, খুব শিগগিরই হলিউডের ‘হেড অব স্টেট’ ছবিতে দেখা যাবে প্রিয়াঙ্কা চোপড়াকে। ২০১৮ সালে আমেরিকান কণ্ঠশিল্পী নিক জোনাসকে বিয়ে করেন প্রিয়াঙ্কা। এরপর সারোগেসির মাধ্যমে মা হয়েছেন তিনি। কয়েক বছর আগে নিউইয়র্কে রেস্তোরাঁও খোলেন তিনি।