সর্বশেষ সংবাদ
Home / রাজনীতি / রাজনীতিতে আসছে আরেকটি নতুন জোট

রাজনীতিতে আসছে আরেকটি নতুন জোট

শেরপুর নিউজ ডেস্ক: সরকারের পদত্যাগ ও নিরপেক্ষ সরকারসহ এক দফা দাবিতে যুগপৎ আন্দোলনে থাকা বাংলাদেশ কল্যাণ পার্টির নেতৃত্বে ‘যুক্তফ্রন্ট’ নামে নতুন জোট গঠন হয়েছে।
মঙ্গলবার রাতে এ তথ্য নিশ্চিত করেন কল্যাণ পার্টির অতিরিক্ত মহাসচিব আবদুল্লাহ আল হাসান সাকিব। তিনি বলেন, ‘এই ফ্রন্টে বাংলাদেশ কল্যাণ পার্টি ছাড়াও মুসলীম লীগ, জাতীয় পার্টি (মতিন)-সহ পাঁচ-ছয়টি দল যুক্ত রয়েছে।’ আবদুল্লাহ আল হাসান সাকিব জানান, আজ বুধবার বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবে নতুন এই জোট দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ইস্যুতে তাদের বক্তব্য তুলে ধরবে।

জানা গেছে, এই সংবাদ সম্মেলন থেকে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার ও বর্তমান নির্বাচন কমিশনের অধীনে নির্বাচনে যাওয়ার ঘোষণা দেওয়া হতে পারে। জানতে চাইলে মুসলীম লীগের জুলফিকার বুলবুল বলেন, নির্বাচনে যাওয়ার বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত তারা নেননি।

Check Also

সংখ্যানুপাতিক পদ্ধতির নির্বাচন চাই: চরমোনাই পীর

শেরপুর নিউজ ডেস্ক: ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাইয়ের পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen + 3 =

Contact Us