সর্বশেষ সংবাদ
Home / বগুড়ার খবর / নন্দীগ্রাম / নন্দীগ্রামে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল সিএনজি চালকের

নন্দীগ্রামে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল সিএনজি চালকের

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ নন্দীগ্রামে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল সিএনজি চালকের। বগুড়ার নন্দীগ্রামে ট্রাকের ধাক্কায় সিএনজি দুমড়ে-মুচড়ে প্রাণ হারিয়েছেন সিএনজি চালক আহসান হাবিব (৪৫)। সিএজিতে যাত্রী না থাকায় আর কেউ হতাহত হয়নি বলে জানা গেছে।

২২ শে (নভেম্বর) বুধবার ভোর সাড়ে ৫টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কের নন্দীগ্রাম উপজেলার কাথম কোয়ালিটি ফিড কারখানা এলাকায় এ দুর্ঘটনা ঘটনা ঘটেছে। নিহত সিএনজি চালক শেরপুর উপজেলার রনবীর ঘাটপাড়া গ্রামের আনিছুর রহমানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে নন্দীগ্রাম থেকে সিএনজি নিয়ে বগুড়ায় যাচ্ছিলেন চালক আহসান হাবিব। পথে বগুড়া-নাটোর মহাসড়কের কাথম কোয়ালিটি ফিড কারখানা এলাকায় পৌঁছলে পিছন থেকে অজ্ঞাত একটি ট্রাকের ধাক্কায় সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়। এতে সিএনজি চালক গুরুতর আহত হয়। ওই সময় স্থানীয় লোকজন আহত সিএনজি চালককে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এব্যাপারে নন্দীগ্রাম কুন্দারহাট হাইওয়ে থানার ওসি মোঃ আব্বাস আলীর সঙ্গে কথা বললে তিনি বলেন,অজ্ঞাত গাড়ীর ধাক্কায় সিএনজি চালক নিহত হয়েছে। সিএনজি জব্দ করা হয়েছে।

Check Also

নন্দীগ্রামে মাদ্রাসার অফিস কক্ষের তালা ভেঙে চুরি

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ- বগুড়ার নন্দীগ্রামের মাদ্রাসার অফিস কক্ষের তালা ভেঙে ৩লক্ষ ৩০ হাজার টাকার মালামাল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen + five =

Contact Us