সর্বশেষ সংবাদ
Home / আইন কানুন / মির্জা ফখরুলের জামিন নামঞ্জুর

মির্জা ফখরুলের জামিন নামঞ্জুর

শেরপুর নিউজ ডেস্ক: প্রধান বিচারপতির বাসভবনে হামলার অভিযোগে রাজধানীর রমনা থানার মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন নামঞ্জুর করেছেন আদালত। বুধবার (২২ নভেম্বর) দুপুরে শুনানি শেষে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ফয়সাল আতিক বিন কাদের এ আদেশ দেন। ঢাকা মহানগর অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিন মির্জা ফখরুলের পক্ষে জামিন চেয়ে আবেদন করেন আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার জামিন শুনানি শুরু করেন। এরপর আইনজীবী মো আছাদুজ্জামান শুনানিতে বলেন, এমন মামলায় মির্জা ফখরুল ইসলামকে আসামি করা হয়েছে দুঃখজনক। তার বিরুদ্ধে অনেক মামলা আছে। কিন্তু জামিন পেয়ে কোনো মামলায় তিনি পলাতক হননি। এ মামলাতেও হবেন না। এরপর আইনজীবী বদরুদ্দোজা বাদল শুনানিতে বলেন, শীর্ষ পর্যায়ের নেতা এমন কাজ করতে পারে না। ওই ঘটনায় কোনো সিসিটিভি ফুটেজ পাওয়া যায়নি, তদন্ত প্রতিবেদন দেয়া হয়নি যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযুক্ত। তিনি পালাবেন না। তাকে জামিন দেন।

এরপর রাষ্ট্রপক্ষের আইনজীবী ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবু বলেন, গত ২৮ অক্টোবর বিএনপির শান্তিপূর্ণ সমাবেশ করার কথা বলে। কিন্তু সে সমাবেশ আর শান্তিপূর্ণ থাকেনি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্টেজে থেকে এমন বক্তব্য দিয়েছে যে তার দলীয় নেতাকর্মীরা প্রধান বিচারপতির বাসভবনে ন্যাক্কারজনক হামলা করে। এরপর রাজারবাগ পুলিশ হাস্পাতালেও তারা হামলা চালায়। তার জামিন নামঞ্জুর করার আবেদন করছি।

এর আগে গত ২৯ অক্টোবর বিএনপির মহাসচিব মির্জা ফখরুলকে তার গুলশানের বাসা থেকে আটক করে ডিবি পুলিশ। ওইদিন রাতে তাকে আদালতে হাজির করা হলে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক। এরপর ঢাকা মহানগর দায়রা জজ আদালতে জামিনের আবেদন করেন মির্জা ফখরুলের আইনজীবীরা। গত ২০ নভেম্বর এ জামিন আবেদনের শুনানির দিন ধার্য ছিল। কিন্তু মহানগর পিপি অসুস্থ থাকায় রাষ্ট্রপক্ষের আইনজীবীদের আবেদনে জামিন শুনানির জন্য আজকের দিন ধার্য করা হয়।

মামলা সূত্রে জানা গেছে, বিএনপির মহাসমাবেশের দিন প্রধান বিচারপতির বাসভবনের সামনে বিএনপির কর্মীরা গাছের ডাল ভেঙে ও হাতের লাঠি দিয়ে নামফলক, গেটে হামলা চালায়। তারা ভেতরে ইট পাটকেল ছুঁড়তে থাকে। এ ঘটনায় রমনা থানায় ৫৯ জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়। মামলাটিতে মির্জা ফখরুল ইসলামকে গ্রেপ্তার দেখানো হয়।

এছাড়া মামলায় উল্লেখযোগ্য আসামিরা হলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, অ্যাডভোকেট জয়নুল আবেদীন, নিতাই রায় চৌধুরী, সামসুজ্জামান দুদু, এয়ার ভাইস মার্শাল (অব) আলতাফ হোসেন চৌধুরী, ব্যারিস্টার শাহজাহান ওমর, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম, ভিপি জয়নাল, মহানগর উত্তর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক ফরহাদ হালিম ডুনার ও সদস্য সচিব আমিনুল হক।

Check Also

৫০ বিচারকের ভারতে প্রশিক্ষণের প্রজ্ঞাপন বাতিল

শেরপুর নিউজ ডেস্ক: ভারতে ৫০ জন বিচারকের প্রশিক্ষণে যাওয়ার বিষয়ে জারি হওয়া প্রজ্ঞাপন বাতিল করেছে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight − 7 =

Contact Us